পদ্মা ব্যাংক জব সার্কুলার

পদ্মা ব্যাংক ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

পদ্মা ব্যাংক ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি- পদ্মা ব্যাংক পিএলসি (Padma Bank PLC) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ মার্চ, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার (কন্ট্রাক্টচুয়াল)
✓ পদসংখ্যা: ২৫০টি।
✓ চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে (ঢাকা মেট্রো, খুলনা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, চট্টগ্রাম, লোহাগাড়া ও কেরানীহাট, বৃহত্তর ময়মনসিংহ এলাকা, বৃহত্তর কুমিল্লা এলাকা/ চাঁদপুর এলাকা, বৃহত্তর পটুয়াখালী এলাকা)।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
✓ স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সেলস-এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
✓ ফ্রেশাররাও এই পদে আবেদন করতে পারবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স-
– সর্বোচ্চ ৩৭ বছর (অভিজ্ঞতা সম্পন্নদের জন্য) এবং
– সর্বোচ্চ ৩০ বছর (ফ্রেশারদের জন্য)।
✓ আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ স্ব-চালিত, গ্রাহক-কেন্দ্রিকতায় দক্ষ, টিম প্লেয়ার এবং সময়সীমা পূরণ করতে সক্ষমতা থাকতে হবে।
✓ এমএস প্যাকেজ- ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির উপর ভাল জ্ঞান থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মনে রাখবেন পদ্মা ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান। যে কোনো ধরনের প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি সাম্প্রতিক ছবি (সফট/ স্ক্যানড কপি), যোগাযোগের বিবরণ এবং যথাযথ স্বাক্ষরিত কভার লেটার দিয়ে [email protected] এ পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রার্থীকে আবেদনের ক্ষেত্রে গ্রেড/ র‍্যাঙ্ক এবং পছন্দের লোকেশনের কথা উল্লেখ করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনেও তা উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ১০ মার্চ, ২০২৪।

সোর্সঃ বিডি জবস

About Padma Bank PLC:
Padma Bank PLC, is a fourth generation private commercial bank in Bangladesh, headquartered in Gulshan-1, Dhaka, Bangladesh. It inaugurated operations on January 29, 2019 with a new vision and view to become a trusted custodian of financial assets belonging to all valued clients in Bangladesh. By an order On 29 January, 2019 Bangladesh Bank has changed the name of The Farmers Bank Limited to Padma Bank PLC. The Farmers Bank Limited was established in 2013 and was granted a license by its founder Muhiuddin Khan Alamgir. The bank commenced its banking operation on June 3, 2013. The Bank has occupied a unique position through a first time ever collaboration in the banking industry that records the inclusion of 4- state-owned commercial banks i.e. Sonali Bank PLC, Janata Bank PLC, Agrani Bank PLC & Rupali Bank PLC and Investment Corporation of Bangladesh [ICB] as 68% stakeholders.

They strive for becoming the first choice of their customers as a distinct financial service provider- Trusted, Respected and Valued by all their customers and stakeholders. With 60 branches, 14 Sub-Branches, 07 Agent Banking Outlet and about 1200 employees, their mix of competitive products, combined with a high level of service and a focus on relationships is an overwhelming value proposition for their customers. While they offer competitive products, services, rates, and technology, the level of service they provide and their commitment to building relationships is what sets them apart from their competitors. Padma Bank is backed by safest and sound patrons and has a history of secure banking practices that would allow them to navigate through changing economic environments.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

পদ্মা ব্যাংক পিএলসি (Padma Bank PLC) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের বেসরকারি খাতের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির পূর্বনাম ফারমার্স ব্যাংক লিমিটেড (Farmers Bank Limited)। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর। ২০১৮ সালে বাংলাদেশের চারটি সরকারি ব্যাংক (সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংকটির বড় অংশের শেয়ার অধিগ্রহণ করে।

মূলধন ও তারল্য সংকট এর প্রেক্ষাপটে ব্যাংকটি নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক পিএলসি নামে ২০১৯ সালের ১৬ মার্চ হতে নতুনভাবে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকা মহানগরীর গুলশান-১ এলাকায় অবস্থিত। দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির ৬০টি শাখা, ১৪টি উপ-শাখা, ০৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১,২০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে (২০২৩)। পদ্মা ব্যাংক শুরু থেকেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এর সবগুলো শাখাই অনলাইন ব্যাংকিং-এর আওতাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button