ব্যাংক জব সার্কুলারব্যাংকার্স সিলেকশন জব

রাষ্ট্রায়ত্ব ৭ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) [Bankers´ Selection Committee (BSC)] সদস্যভুক্ত ৭টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে (সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক) সমন্বিতভাবে “অফিসার (ক্যাশ)” পদে নিয়োগের জন্য ১৭২০টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদগুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ৩০ জানুয়ারি ২০২২ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

পদের নামঃ ‘অফিসার (ক্যাশ)’ (২০২০ সাল ভিত্তিক)।
✓ পদের সংখ্যা: ১৭২০টি (সোনালী ব্যাংক লিমিটেড ১৯৯টি, জনতা ব্যাংক লিমিটেড ১০৩৮টি, অগ্রণী ব্যাংক লিমিটেড ৩০০টি, রূপালী ব্যাংক লিমিটেড ২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৩৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৪২টি)।

শিক্ষাগত যোগ্যতাঃ
✓ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে।
✓ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।
✓ কোন পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
✓ গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/ শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
() এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্বপ্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কমদ্বিতীয় বিভাগ
() অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
অর্জিত সিজিপিএসমতুল্য শ্রেণি/ বিভাগ
.০০ পয়েন্ট স্কেলে.০০ পয়েন্ট স্কেলে
.০০ বা তদূর্ধ্ব.৭৫ বা তদূর্ধ্বপ্রথম বিভাগ/ শ্রেণি
.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কমদ্বিতীয় বিভাগ/ শ্রেণি

বেতন স্কেলঃ
✓ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০———৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়স (২৫/০৩/২০২০ তারিখে):
(ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের শেষ সময়ঃ
✓ আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা যাবে ৩০ জানুয়ারি, ২০২২ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত।
✓ Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ, রাত ১১.৫৯ টা।
✓ আবেদন ফি এর পরিমাণ: পরীক্ষার ফি অফেরতযোগ্য টা: ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের নিয়মঃ
✓ আগ্রহীরা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন এখানে

সূত্রঃ বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button