মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

মিডল্যান্ড ব্যাংক সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট

এমডিবি সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট হলো শরীয়াহ ও অনলাইন ভিত্তিক মেয়াদী আমানত (FDR) যা গ্রাহকদেরকে তাদের কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় এই অ্যাকাউন্টটি খোলার সুবিধার্থে তৈরি করা হয়েছে৷ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকদেরকে শাখা বা অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে যেতে না হয়।

সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এর বর্ণনা
✓ সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট শুধুমাত্র বিদ্যমান MDB অনলাইন ব্যবহারকারীর মাধ্যমে খোলা যেতে পারে।
✓ শরিয়াহ মোড: মুদারারা প্রিন্সিপাল।
✓ এটি একটি অ-লেনদেনমূলক মেয়াদী আমানত অ্যাকাউন্ট।
✓ এই অ্যাকাউন্ট স্থানীয় মুদ্রায় (টাকা) হবে।
✓ ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা।
✓ সর্বনিম্ন আমানতের পরিমাণ ১০,০০০ টাকা এবং স্থায়ী আমানতের জন্য কোন সর্বোচ্চ সীমা নেই।
✓ অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং স্বাক্ষরের প্রয়োজন নেই।
✓ ভার্চুয়াল ব্যাংকিং সুবিধা।

সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ন্যূনতম প্রাথমিক জমার পরিমাণ- ১০,০০০ টাকা;
✓ মেয়াদ: ১, ৩, ৬, ১২, ১৮ এবং ২৪ মাস;
✓ প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট এর নিয়ম: ব্যাংকের নীতি অনুসারে;
✓ অ্যাকাউন্ট বন্ধ করার ফি- সিডিউল অব চার্জ অনুযায়ী;
✓ হিসাবে ট্যাক্স, আবগারি শুল্ক এবং ভ্যাট- এনবিআর নিয়ম অনুযায়ী কাটা হয়।

হিসাব খোলার যোগ্যতা
✓ ফটো আইডি ডকুমেন্ট সহ যেকোনো বাংলাদেশী নাগরিক সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✓ বয়স ১৮ বছর এবং তার বেশি হতে হবে।
✓ অপ্রাপ্তবয়স্করা শুধুমাত্র NID কার্ড থাকলে আইনি অভিভাবকের সাথে এই অ্যাকাউন্ট খুলতে পারে।
✓ আবেদনকারী একক নামে বা যৌথ নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✓ গ্রাহক একক নামে বা যৌথ নামে MDB ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে প্রত্যেক আবেদনকারীর পরিচয়ের প্রমাণ হিসাবে NID থাকতে হবে।
✓ MDB অনলাইন সুবিধার সাথে নিবন্ধিত প্রোপ্রাইট্ররশীপ কনসার্ন এই মেয়াদী আমানত খুলতে পারবে।
✓ বাংলাদেশে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত সব ধরনের ফার্ম, প্রতিষ্ঠান, সংস্থা এবং কোম্পানি অ্যাকাউন্ট খোলার যোগ্য।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট
✓ এনরোলভুক্ত এমডিবি অনলাইন ইউজাররা ওয়েব পোর্টালে লগ ইন করবে এবং ডিজিটাল টেমপ্লেটটি পূরণ করে এর সাথে সম্পর্কিত সকল শর্তাবলীতে সম্মত হওয়ার মাধ্যমে অনুরোধ করবে।
✓ কোন অ্যাকাউন্ট খোলার ফর্ম প্রয়োজন হবে না।
✓ কোন স্বাক্ষর দেয়ার প্রয়োজন হবে না।
✓ কোন ডকুমেন্টেশন এর প্রয়োজন নেই।
✓ বিদ্যমান নিয়মিত বা ডিজিটাল অ্যাকাউন্টের KYC প্রয়োজনীয়তা পূরণ করবে।
✓ সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার আগে স্ক্রীনিং প্রক্রিয়া চালানো হবে।
✓ সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার আগে ক্লায়েন্টকে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করতে হবে।

ফি এবং চার্জ
✓ সরকারি আবগারি শুল্ক প্রযোজ্য।
✓ অ্যাকাউন্টে অর্জিত সুদের উপর উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য যা উৎসে কর হিসেবে কাটা হবে।
✓ MDB সালাম ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের পরিচালনা আইন, ব্যাংকিং প্রবিধান বা ব্যাংকিং অনুশীলন সাপেক্ষে যা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
✓ সকল কর/ শুল্ক/ লেভি অথবা অন্য যেকোন সারচার্জ বর্তমানে বলবৎ রয়েছে বা বাংলাদেশ সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত হতে পারে তা অ্যাকাউন্ট থেকে কাটা হবে।

মুনাফা/ লাভের হিসাব
✓ ওয়েটেজ অ্যাভারেজ মেথড অনুযায়ী মুনাফার হিসাব করা হয়।
✓ মুনাফা মাসিক ভিত্তিতে সংগৃহীত হবে এবং মেয়াদপূর্তিতে অ্যাকাউন্টে প্রদান করা হবে।

ক্লোজিং ও পেমেন্ট পদ্ধতি
✓ মেয়াদপূর্তিতে গ্রাহক শাখায় না আসা পর্যন্ত স্কিম অ্যাকাউন্টটি স্থগিত থাকবে (অর্থাৎ আর কোনো মুনাফা সংগৃহীত হবে না) যতক্ষণ না গ্রাহক প্রয়োজনীয় চার্জ কাটার পরে গ্রাহককে প্রদেয় পরিমাণের জন্য দাবি করেন।
✓ ফোর্স ক্লোজার: যদি একজন গ্রাহক পরপর তিন (৩) কিস্তি জমা দিতে ব্যর্থ হন।
✓ প্রি-ম্যাচিউর নগদায়ন করার নিয়ম: ব্যাংকের প্রি-ম্যাচিউর নগদায়ন নীতি অনুসারে।

ব্যাংকের নিয়ম ও শর্তাবলী
✓ মেয়াদী আমানত খোলার আগে গ্রাহক MDB অনলাইন ইউজার প্যানেলে বিশদ শর্তাবলী দেখতে পাবেন। হিসাব খোলার আগে এটি পড়ে ও বুঝে সম্মত হয়ে হিসাব খুলতে হবে।
✓ ব্যাংক প্রয়োজনে পণ্যের নিয়ম/ পদ্ধতি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
✓ সময়ে সময়ে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যে কোনো বিষয় পরিবর্তন হতে পারে।

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক সালাম ডিজিটাল ফ্যামিলি সাপোর্ট

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.midlandbankbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button