মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) হল একটি স্থানীয় মুদ্রা লেনদেনের অ্যাকাউন্ট যা গ্রাহক সুদ-উপার্জন এবং সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। গ্রাহকরা তাদের ডেবিট কার্ড ব্যবহার বা পেমেন্ট অর্ডারের বিপরীতে লিখিত আবেদনের প্রেক্ষিতে এমওপি/ জিবি ইনচার্জের স্বাক্ষর যাচাই করার পরে অর্থ উত্তোলন করতে পারবেন।

নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য এবং শর্তাবলী
মার্কেন্টাইল ব্যাংক নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ব্যক্তি (একক), দুই বা ততোধিক ব্যক্তি (যৌথ) যারা অংশীদার নন, প্রকৃত/ আইনি অভিভাবক এবং ক্লাব/ সোসাইটি/ অ্যাসোসিয়েশন বা অনুরূপ প্রতিষ্ঠান/ অলাভজনক প্রতিষ্ঠানের নামে নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) খোলা যায়;
✓ নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অভিন্ন অ্যাকাউন্ট খোলার ফর্ম ব্যবহার করতে হবে;
✓ কেওয়াইসি নীতি নিশ্চিত করতে হবে;
✓ এই হিসাবে প্রাথমিক আমানতের পরিমাণ হবে ১০০০ টাকা (ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত);
✓ এটিএম এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ উত্তোলন ৫০,০০০ টাকা এবং পেমেন্ট অর্ডারের মাধ্যমে স্থিতির ২৫%;
✓ এই অ্যাকাউন্টের জন্য কোন চেক বুক ইস্যু করা হয় না;
✓ সাধারণ ব্যাংকিং এর অপারেশন ম্যানুয়াল অনুসারে সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় অনুরূপ দলিলাদি নন -চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (এনএসবি এ/সি) খোলার ক্ষেত্রেও প্রযোজ্য;
✓ নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) ধারক একজন চলমান CD/ SND/ SB অ্যাকাউন্ট ধারক কর্তৃক তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স এবং অ্যাকাউন্টে সন্তোষজনক লেনদেন থাকা সাপেক্ষে ইন্ট্রোডিউস করে নিতে পারে;
✓ টাকা উত্তোলনের জন্য ATM/ POS এবং পে-অর্ডার এর মাধ্যমে লেনদেন হবে (শাখায়);
✓ সুদ প্রাপ্তির যোগ্যতা, সুদের হিসাব এবং নিষ্ক্রিয় মার্কিং সেভিংস অ্যাকাউন্টের মতোই;
✓ চার্জ/ সরকারি কর/ ভ্যাট সরকার/ প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্ট থেকে আদায় হবে;
✓ ব্যাংকের বর্তমান চার্জ অনুযায়ী সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টের মত ডেবিট কার্ড ফি নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর জন্যও প্রযোজ্য হবে;
✓ নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর স্টেটমেন্ট হিসাবধারীকে অর্ধ-বার্ষিক ভিত্তিতে অথবা গ্রাহকের অনুরোধ অনুযায়ী অথবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রদান করা হবে। এছাড়া ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেটও অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করা হবে;
✓ একজন ব্যক্তি তার নামে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না;
✓ সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টের মত এই অ্যাকাউন্টে চার্জ প্রযোজ্য হবে;
✓ এই হিসাবে ক্যাশ, চেক ড্রাফট, পেমেন্ট অর্ডার, ডিভিডেন্ড ওয়ারেন্ট, রিফান্ড ওয়ারেন্ট ইত্যাদি জমা করা যাবে;
✓ বিদেশী নাগরিকরা নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) খুলতে পারবেন না;
✓ ব্যাংক পূর্ব নোটিশ দিয়ে যে কোন নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) বন্ধ করার অধিকার সংরক্ষণ করে;
✓ অন্য যে কোন শর্তাবলী ব্যাংকের সার্কুলার, ম্যানুয়াল এবং নির্দেশিকা দ্বারা প্রযোজ্য হতে পারে।

নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর সুবিধা
নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) হিসাবের সুবিধা সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ মার্কেন্টাইল ব্যাংক-এর স্বাভাবিক সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টের তুলনায় ১.৫০% (দেড় শতাংশ) বেশি সুদ।
✓ ডেবিট কার্ড সুবিধা।
✓ ব্যাংকের শর্তাবলী মেনে হিসাবধারীদের জন্য ব্যক্তিগত ঋণ সুবিধা।
✓ সেরা সেভারের জন্য উপহার সুবিধা।
✓ অগ্রাধিকার ভিত্তিক সেবা।
✓ প্রবেশাধিকার সুবিধা।
✓ ইন্টারনেট এবং এসএমএস ব্যাংকিং সেবা।

নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর সুদের হার
নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর সুদের হার নিম্নে তুলে ধরা হলো-
✓ নন চেকেবল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (NSB A/C) এর সুদের হার হলো ৩.৫০% (রেগুলার/ নিয়মিত সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর হারের চেয়ে ১.৫০% বেশি)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.mblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button