আইসিবি ইসলামিক ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

ইনভেস্টমেন্ট রিস্ক এনালিস্ট নেবে আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলত ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত। সম্প্রতি ব্যাংকটিতে “ইনভেস্টমেন্ট রিস্ক এনালিস্ট” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২৭ মে, ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ইনভেস্টমেন্ট রিস্ক এনালিস্ট
✓ পদসংখ্যা: ১টি।
✓ জব গ্রেড: এক্সিকিউটিভ অফিসার – অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/ এমবিএম/ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
✓ ব্যবসায় বা ব্যাংকিং ও ফাইন্যান্সকে অগ্রাধিকার দেয়া হবে।
✓ ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
✓ ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ব্যাংক/ ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এ ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ এসএমই বা কর্পোরেট বিজনেস বিশ্লেষণ করতে সক্ষম হতে হবে।
✓ ব্যাংকিং/ আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে।
✓ বিনিয়োগ নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
✓ স্থানীয় শিল্প/ বাজারের গতিবিধি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
✓ কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে।
✓ সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
✓ ভাল যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ মনে রাখবেন আইসিবি ইসলামিক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
✓ যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

অথবা
সাবজেক্ট লাইনে জব পজিশন/ অবস্থান উল্লেখ করে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনার আপডেট করা সিভি ইমেইলে পাঠান- “[email protected]“- এ।

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৭ মে, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About ICB Islamic Bank Limited:
ICB Islamic Bank has been incorporated on April, 1987 as a public limited company under the Companies Act, 1913 to undertake and carry out all kinds of banking, financial and business activities, transactions and operations in strict compliance with the principles of Islamic Law (Shariah) relating to business activities in particular avoiding usury in credit and sales transactions and any practice which amounts to usury.

Certificate for commencement of business has been issued to the bank on April, 30, 1987. The Bank has been authorized by the Bangladesh Bank to carry on the banking business in Bangladesh with effect from May 4, 1987. However, actual banking operations commenced on May 20, 1987.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ বাংলাদেশ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ বাংলাদেশ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button