ব্যাংকিং প্রফেশনাল এক্সাম

আইবিবি তালিকাভুক্তি (Enrolment) নম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তি

আইবিবি’র নিয়ম অনুযায়ী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থীদেরকে একটি মাত্র তালিকাভুক্তি (Enrolment) নম্বর এর মাধ্যমে JAIBB ও DAIBB পর্বের সকল পরীক্ষায় অংশগ্রহনের বিধান রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বহু সংখ্যক পরীক্ষার্থী পূর্বের তালিকাভুক্তি (Enrolment) নম্বর থাকা সত্ত্বেও নতুনভাবে তালিকাভুক্ত হওয়ার আবেদন করে একাধিক তালিকাভুক্তি নম্বরে পরীক্ষায় অংশগ্রহন করেন।

এতে করে পরীক্ষার ফলাফল প্রকাশে অহেতুক জটিলতার সৃষ্টি হয়। পূর্বের তালিকভুক্তি (Enrolment) নম্বর থাকা সত্ত্বেও নতুন Enrolment এর ফর্ম জমা না দেয়ার জন্য পরীক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া যাচ্ছে।

যদি কোন প্রার্থীর নিকট তার তালিকভুক্তি (Enrolment) নম্বর সংরক্ষিত না থাকে সেক্ষেত্রে, আইবিবিতে টেলিফোনে অথবা Email- এর মাধ্যমে তালিকভুক্তি (Enrolment) নম্বর সংগ্রহ করা যাবে। কোন অবস্থাতে পুরাতন তালিকভুক্তি (Enrolment) নম্বর থাকা সত্ত্বেও নতুন ভাবে ফরম জমা দেওয়া যাবেনা।

একটি মন্তব্য

Leave a Reply to Md. Ziaul Hasan Hajari Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button