আইএফআইসি ব্যাংক পিএলসি

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক পিএলসি (আইএফআইসি ব্যাংক পিএলসি) [International Finance Invest and Commerce Bank PLC (IFIC Bank PLC)] সীমিত দায়বদ্ধতা নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। বাংলাদেশ প্রতিষ্ঠার পর পরই ১৯৭৬ সালে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের অভ্যন্তরে কাজ করার জন্য এবং দেশের বাইরে যৌথ উদ্যোগ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বেসরকারি স্পন্সরদের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে সরকার যখন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয় তখন আইএফআইসি ব্যাংক একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইএফআইসি ব্যাংকের ৩২.৭৫% শেয়ার ক্যাপিটালের মালিক। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে বিস্তৃত সুগভীর অভিজ্ঞতাসম্পন্ন পরিচালক ও স্পন্সরদের হাতে আছে ৪.১১ শেয়ার ক্যাপিটালের মালিকানা এবং অবশিষ্ট শেয়ার ক্যাপিটালের মালিক বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি প্রথমে ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি নামে বেসরকারি খাতে একটি বিনিয়োগ কোম্পানি হিসেবে ১৯৭৬ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়। এটি শুরুতে মধ্যপ্রাচ্যের দেশসমূহে একক এবং যৌথভাবে বিনিয়োগ ও অর্থসংস্থান ব্যবসা পরিচালনা করে। কোম্পানিটি ১৯৭৭ সালের ২৮ ফেব্রুয়ারি বিনিয়োগ কার্যক্রম শুরু করে। এটি ১৯৮৩ সালের ২৪ জুন ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি নাম নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা শুরু করে। শুরুতে আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১০০ মিলিয়ন টাকা। পরিশোধিত মূলধন প্রাথমিক পর্যায়ের ৭১.৫ মিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৯৮৬ সালে ৮০ মিলিয়ন টাকায় উন্নীত হয়। ব্যাংকটির মোট শেয়ারের শতকরা ৬০ ভাগকে এ-গ্রুপভুক্ত করা হয় এবং সেগুলির পূর্ণমূল্য পরিশোধ করে উদ্যোক্তা ও সাধারণ শেয়ারক্রেতা জনগণ। বি-গ্রুপভুক্ত অবশিষ্ট ৪০% শেয়ার বাংলাদেশ সরকারকে বরাদ্দ করা হয় এবং সরকার সেগুলির মূল্য পরিশোধ করে।

১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংক ও নেপালী নাগরিকদের যৌথ উদ্যোগে কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ ব্যাংক লিমিটেড এবং ১৯৮৫ সালে আইএফআইসি ব্যাংক ও ওমান নাগরিকদের যৌথ উদ্যোগে ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রতিষ্ঠিত হয়। নেপালে আইএফআইসি ব্যাংক ও নেপাল বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে একটি লিজিং কোম্পানি (নেপাল বাংলাদেশ ফাইন্যান্স এবং লিজিং কোম্পানি লিমিটেড) প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানে অবস্থিত ২টি শাখাকে ন্যাশনাল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানির সাথে যুক্ত করে যৌথ উদ্যোগে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে এনআইবি ব্যাংক নামে পরিচিত। ব্যাংকিং কোম্পানি হিসেবে আইএফআইসি ব্যাংক ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত।

ব্যাংকটি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। ঋণ ও অগ্রিম খাতে বিনিয়োগ ছাড়াও ব্যাংকটি সরকারি ট্রেজারি বিল, প্রাইজ বন্ড , বিভিন্ন কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার এবং কিছু বিদেশী কোম্পানিতে ইকুইটি মূলধন বিনিয়োগ করেছে। আইএফআইসি ব্যাংক ঋণ সেবা প্রদানের লক্ষ্যে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) সেন্টার চালু করেছে। এছাড়া ব্যাংকটি নারী উদ্যোক্তা ঋণ চালু করেছে। ব্যাংকটি কৃষিভিত্তিক ঋণ যেমন- কৃষি সরঞ্জাম ঋণ, সেচ সরঞ্জাম ঋণ, হাঁস-মুরগি ও মৎস্য খামার ঋণ, ফসল ও মৎস্য ঋণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে।

Back to top button