আইএফআইসি ব্যাংক পিএলসিব্যাংক সার্ভিস

আইএফআইসি ব্যাংক এসএমএস ব্যাংকিং

আইএফআইসি ব্যাংক আপনাকে যে কোন সময় যেকোন স্থান থেকে আপনার ব্যাংকিংয়ের প্রয়োজনগুলো অ্যাক্সেস করতে স্বাগত জানায়। এটি একটি দ্রুত, সুরক্ষিত, সুবিধাজনক এবং দ্রুততম ব্যাংকিং সুবিধা নেয়ার উপায়। সেবাটি ২৪×৭ ঘন্টা পাওয়া যায়।

বিভিন্ন ব্যাংকিং সেবা যেমন চেক বই রিকুইজিশন, ব্যালেন্স ইনকুয়ারী, একাউন্ট স্টেটমেন্ট, ট্রানজেকশন এলার্ট এর মত আরও অধিক সেবা সমূহ গ্রাহক যাতে যেকোন সময় যেকোন স্থান থেকে SMS-এর মাধ্যমে জানতে পারে। আইএফআইসি ব্যাংক এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে নিম্নোক্ত সেবা দিয়ে থাকে-

অ্যাকাউন্ট সার্ভিস
❏ ব্যালেন্স অনুসন্ধান;
❏ মিনি স্টেটমেন্ট এর অনুরোধ (সর্বশেষ ৫টি লেনদেন);
❏ বৈদেশিক মুদ্রার হার অনুসন্ধান;
❏ ফিক্সড ডিপোজিট রেট অনুসন্ধান;
❏ সুদের হার অনুসন্ধান;
❏ শাখার অবস্থান অনুসন্ধান;
❏ পিন পরিবর্তন;
❏ যেকোন সাহায্য;
❏ ব্যাংক প্রোডাক্ট ইনফরমেশন;
❏ ঋণের কিস্তি নোটিফিকেশন (ওভারডিউ);
❏ অন্য যেকোন ম্যাসেজ।

কার্ড সার্ভিস
❏ বর্তমান বকেয়া স্থিতি;
❏ মিনি স্টেটমেন্ট এর অনুরোধ (সর্বশেষ ৫টি লেনদেন);
❏ সর্বনিম্ন পেমেন্ট ডিউ;
❏ পরিশোধযোগ্য তারিখ;
❏ অর্থ প্রদানের সতর্কতা;
❏ লেনদেনের নোটিফিকেশন ইত্যাদি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আপনি উপরের তথ্যগুলো কেবল ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে পাবেন। আইএফআইসি এসএমএস ব্যাংকিং সেবা উপভোগ করতে আপনার মোবাইল নম্বরটি নিবন্ধন করুন।

কীভাবে এসএমএস পাঠাতে হবে
আপনার সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে মনোনীত হটকি/সার্ভিস কোড এবং পিন নম্বর টাইপ করুন এবং ৬৯৬৯ নম্বরে এসএমএস করুন।

এসএমএস ফরম্যাট

এসএমএস ব্যবহারকারী গাইডলাইন
সার্ভিসহট কি/কোডএসএমএস পদ্ধতি
অ্যাকাউন্ট সার্ভিস
এসএমএস সার্ভিস অ্যাক্টিভেশনREGIFIC<space>REG<space>PIN
ব্যালেন্স অনুসন্ধানBALIFIC<space>BAL<space>PIN
মিনি স্টেটমেন্টSTMIFIC<space>STM<space>PIN
বৈদেশিক মুদ্রার হার অনুসন্ধানCURIFIC<space>CUR<space>PIN
ফিক্সড ডিপোজিট রেট অনুসন্ধানFDRIFIC<space>FDR<space>PIN
ইন্টারেস্ট রেট ইনকয়েরি
সঞ্চয়ী অ্যাকাউন্টের জন্যSBRIFIC<space>SBR<space>PIN
এসটিডি অ্যাকাউন্টের জন্যSTRIFIC<space>STR<space>PIN
ব্রাঞ্চ লোকেশন অনুসন্ধানBRNIFIC<space>BRN<space>First 4 letter of Branch Name<space>PIN
Example (Motijheel Branch): IFIC<space>BRN<space>POTI<space>PIN
পিন পরিবর্তনCHGIFIC<space>CHG<space>OLDPIN<space>NEWPIN
হেল্পHLPIFIC<space>HLP<space>PIN
সার্ভিস নিষ্ক্রিয় করাUNRIFIC<space>UNR<space>PIN
ক্রেডিট কার্ড
বর্তমান বকেয়া স্থিতিCBALIFIC<space>CBAL<space>PIN
মিনি স্টেটমেন্টCSTMIFIC<space>CSTM<space>PIN
সর্বনিম্ন পেমেন্ট ডিউCMINIFIC<space>CMIN<space>PIN
পরিশোধযোগ্য তারিখCDUEIFIC<space>CDUE<space>PIN
প্রিপেইড কার্ড
বর্তমান স্থিতিCBALIFIC<space>CBAL<space>PIN
মিনি স্টেটমেন্টCSTMIFIC<space>CSTM<space>PIN
দ্রষ্টব্য: একাধিক একাউন্ট রেজিস্টার্ডের জন্য পিন এবং স্পেস এর পরে রেজিস্ট্রেশন ফর্মে উল্লিখিত সিকোয়েন্স নম্বর দেখুন।
উদাহরণঃ IFIC <space>BAL<space>PIN<space>2
সকল টেলিকম অপারেটর থেকে এই সেবা পাওয়া যাবে।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৫ ও ৮৮ ০৯৬৬৬৭ ১৬২৫৫ নম্বরে কল করুন
❏ হান্টিং নম্বরঃ ৮৮ ০৯৬৬৬ ৭১৬২৫০
❏ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৮৭১৫৪
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button