ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবিপিএলসি) [First Security Islami Bank PLC (FSIBPLC)] হচ্ছে বাংলাদেশের শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক সমূহের অন্যতম একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি ২৯ আগস্ট, ১৯৯৯ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি ব্যাংক এবং ইসলামী নীতি ও বিধি-বিধান অনুসরণ করে। ব্যাংকটি ২২ সেপ্টেম্বর, ১৯৯৯ সালে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক হতে প্রচলিত ব্যাংকিং ধারার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে অনুমতি বা লাইসেন্স প্রাপ্ত হয়। ব্যাংকটি প্রতিটি ১০০ টাকা মূল্যমানের ১০ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১,০০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২৫ অক্টোবর, ১৯৯৯ তারিখে ঢাকার দিলকুশায় প্রথম শাখা খোলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

ব্যাংকটির পরিশোধিত মূলধন ২,৩০০ মিলিয়ন টাকার মধ্যে পরিচালক ও উদোক্তাগণ ৫০% পরিশোধ করে। অবশিষ্ট ১,১৫০ মিলিয়ন টাকা শেয়ার ইস্যু করার মাধ্যমে সাধারণ শেয়ার-ক্রেতাদের নিকট থেকে সংগ্রহ করা হয়। ২০০৮ সালে ব্যাংকটি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। শুরুতে ব্যাংকটি কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত ধারার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে এটি ০১ জানুয়ারি, ২০০৯ সাল থেকে প্রচলিত ধারার ব্যাংকিং এর বদলে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ধারায় কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০,০০০ মিলিয়ন এবং পরিশোধিত মূলধন ১১,৫০৬.০৯ মিলিয়ন টাকা। বর্তমানে ব্যাংকটি ০৯টি আঞ্চলিক কার্যালয়, ২০৫টির অধিক শাখা, ১৭২টির অধিক উপ-শাখা, ২৪৬টির অধিক এটিএম, ১০০টির অধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২৭টির অধিক কালেকশন বুথ এবং বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রমের সেবা চালিয়ে যাচ্ছে। বর্তমানে (২০২১) ব্যাংকটিতে মোট ৪৪১৯ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত আছেন।

Back to top button