এবি ব্যাংক পিএলসি

বাংলাদেশের প্রথম প্রাইভেট সেক্টরের বেসরকারী ব্যাংক এবি ব্যাংক পিএলসি (AB Bank PLC) ৩১ ডিসেম্বর, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ এপ্রিল কার্যক্রম শুরু করে। দেশের শীর্ষস্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে ধরে রাখার আকাঙ্খা, গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মকর্তাগণের জন্য সুদূরপ্রসারী মূল্যমান তৈরি করা এবং সেই পরিসরে এটি পরিচালিত হয়। বিগত ৪১ বছরে অনেক মাইলফলক অর্জন এবং অসংখ্য পরিবর্তনের মধ্য দিয়ে এবি সর্বদাই বাংলাদেশের একটি প্রযুক্তি-নির্ভর উদ্ভাবনী ব্যাংক হিসেবে নিজের অবস্থানে অনড় থেকেছে । প্রযুক্তির জয়-জয়কারের নতুন এই যুগে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে এবি ব্যাংক সাফল্যের সাথে ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, সর্বাধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, যথোপযুক্ত নেটওয়ার্ক সমাধান, ২৪/৭ এটিএম সেবা এবং নানা ধরনের ই-সেবা চালু করেছে।

এবি ব্যাংক পিএলসি ১২ এপ্রিল, ১৯৮২ সালে কারওয়ান বাজারে তার প্রথম শাখা খোলে। বর্তমানে ব্যাংকটির ভারতের মুম্বাইয়ের একটি বৈদেশিক শাখাসহ ১০৫টি শাখা এবং ২৭৭টি ATM বুথ রয়েছে। এটি যুক্তরাজ্যের একটি বিনিময় কোম্পানী, অফ–শোর ব্যাংকিং ইউনিট এবং কাস্টডিয়াল সার্ভিসের সাথে কোর ব্যাংকিং কার্যক্রম সহ ৫টি সহায়ক সংস্থাকে যুক্ত করেছে। ব্যাংকটি তার বিদেশী কার্যক্রম প্রসারিত করার জন্য ইয়াঙ্গুন, মিয়ানমার এবং লন্ডনে তার প্রতিনিধি অফিস খুলেছে। ব্যাংকটির সাবসিডিয়ারি কোম্পানীগুলো হলো-
ক) এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (হংকং)
খ) এবি ইনভেস্টমেন্ট লিমিটেড
গ) এবি সিকিউরিটিজ লিমিটেড
ঘ) আরব বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশন
ঙ) ক্যাশ লিংক বাংলাদেশ লিমিটেড।

Back to top button