প্রাইম ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

প্রাইম ব্যাংকে “সিবিএস ডেভেলপার” পদে নিয়োগ

প্রাইম ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি, প্রাইম ব্যাংক লিমিটেড চাকরি প্রার্থীদের জন্য “সিবিএস ডেভেলপার- অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

পদের নামঃ সিবিএস ডেভেলপার
✓ জব গ্রেড: অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং (CS/ CIS/ CSE/ EEE/ ECE/ ETE/ IT) বিষয়ে বিএসসি ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
✓ মাস্টার্স পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
✓ সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ প্রার্থীর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ টেমেনোস টি24 এর স্থানীয় ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সহ আইটি ক্ষেত্রে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা।
✓ এন্টারপ্রাইজ আইটি অবকাঠামোতে প্রাথমিক জ্ঞান থাকা।
✓ OFS মেসেজ ফরমেট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা।
✓ ভার্সন, ইনকোয়ারি, টেম্পলেট প্রোগ্রামিং সম্পর্কে গভীর জ্ঞান থাকা।
✓ “টেকনিকাল ডকুমেন্টেশন” প্রস্তুত করার অভিজ্ঞতা থাকা।
✓ দুর্দান্ত আন্তঃব্যক্তিক দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ দক্ষতা (মৌখিক এবং লিখিত) থাকা।
✓ সমালোচনামূলক চিন্তা-ভাবনা, বিশেষ জাজমেন্ট এবং সক্রিয় সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য থাকা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বেতন ও ভাতাঃ
✓ বেতন ব্যাংকের পলিসি অনুযায়ী।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ প্রাইম ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৮ ফেব্রুয়ারি, ২০২১।

সোর্সঃ প্রাইম ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button