শোক বার্তা

বিশ্বের প্রথম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার ইন্তেকাল

বিশ্বের প্রথম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার ইন্তেকাল- সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট অর্থনীতিবীদ এবং বিশ্বের প্রথম ইসলামি ব্যাংকের প্রতিষ্ঠাতা শায়খ সাঈদ বিন আহমাদ আলে লুতা গত রোববার (২৮ জুন) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর।

শায়খ সাঈদ বিন আহমাদ আলে লুতার ইন্তেকালে বিশ্বের বড় বড় মনিষীগণ শোক প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন রশিদ আলে মাকতুম তার মৃত্যুতে মর্মাহত হয়েছেন বলে টুইট করে জানিয়েছেন।

বিশ্ব মুসলিম ওলামা সংঘের সেক্রেটারি জেনারেল শায়খ আলি কারাদাগিও গভীর শোক প্রকাশ করেছেন। ইসলামি অর্থনীতিতে মুসলিম উম্মাহর জন্য তার খেদমতের কথা উল্লেখ করে তার জন্য জান্নাতের দোয়া করেছেন।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ব প্রথম ইসলামী ব্যাংক ‘দুবাই ইসলামী ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা জনাব সাঈদ লুতা ১ জানুয়ারী ১৯২৩ সালে দুবাইতে জন্ম গ্রহণ করেন। বাল্যকালেই বাবার সাথে তিনি হীরার ব্যবসায় জড়িয়ে পড়েন। ১২ বৎসর বয়সে তিনি পুরো ব্যবসাকে নিজের কণ্ট্রোলে রাখার যোগ্যতা অর্জন করেন। ১৬ বৎসর বয়সে উটের পিঠে করে তাঁর বাবার সাথে মক্কায় গিয়ে হজ্জ আদায় করেন। ফেরার পথে তারা নৌকায় ফিরে যান। সেই বছরেই অর্থাৎ ১৬ বছর বয়সে তিনি বিয়ে করেন। ১৯ বছর বয়সে তিনি নক্ষত্র দেখে দেখে সাগরে ছোট জাহাজ চালানোর দক্ষতা অর্জন করেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

পড়াশোনা সমাপ্ত করেই পিতার হিরার ব্যবসায় সহযোগিতার মাধ্যমে তার কর্মময় জীবনের সূচনা হয়। অল্প সময়েই তিনি আমিরাত ও মধ্যপ্রাচ্যের সেরা ১০ অর্থনীতিবীদের খেতাব অর্জন করেন। ১৯৯৯ সালে আমেরিকার পার্কটন ইউনিভার্সিটি তাকে এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

তাঁর রেখে যাওয়া এবং ইতিহাস সৃষ্টিকারী যে সব প্রতিষ্ঠান রয়েছে তা হলো:
১- ১৯৬৫ সালে তিনি দুবাইয়ের সাঈদ বন্দর প্রতিষ্ঠা করেন।
২- ১৯৭২ সালে সর্ব প্রথম হালাল গোস্ত সরবরাহের জন্য তিনি জামইয়্যাতু দুবাই নামে একটি Co-operative Society প্রতিষ্ঠা করেন।
৩- ১৯৭৫ সালে বিশ্বে সর্ব প্রথম দুবাই ইসলামী ব্যাংক নামে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন।
৪- ১৯৭৮ সালে তিনি বদর প্রান্তের শহীদদের স্মরণে দুবাইতে মানতিকায়ে বাদর প্রতিষ্ঠা করেন।
৫- ১৯৭৮ সালে তিনি নিজের বংশের নামে দুবাইতে লুতা শহর বানিয়েছেন।

৬- ১৯৭৯ সালে তিনি সর্বপ্রথম Arab Islamic Insurance প্রতিষ্ঠা করেন।
৭- ১৯৭৯ সালে তিনি ইয়াতীয় ও অসহায়দের সাহায্যের জন্য ইয়াতীম পালন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান কায়েম করেন।
৮- আরব বিশ্ব ও ইসলামী বিশ্বে সর্ব প্রথম তিনি Islamic School এর ধারণা দিয়ে তিনি নিজেই এমন স্কুল প্রতিষ্ঠা করেন।
৯- ১৯৮৬ সালে তিনি দুবাইতে ‘দুবাই মহিলা মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা করেন।
১০- ১৯৯২ সালে তিনি ‘মহিলা ফার্মেসী কলেজ’ প্রতিষ্ঠা করেন।
১১- ১৯৯২ সালে তিনি দুবাইতে Technical Institute প্রতিষ্ঠা করেন।

১২- ১৯৯২ সালে তিনি দুবাইতে ওয়্যার, ফাইবার, পেপারমেলসহ একটি বিদ্যুত প্লান্ট স্থাপন করেন।
১৩- ২০০০ সালে তিনি দুবাইতে University of Loota প্রতিষ্ঠা করেন।
১৪- ২০০৩ সালে তিনি দুবাইয়ের চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে উন্নিত করার কাজ শুরু করেন।
১৫- ২০০৪ সালে তিনিই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য Syllabus প্রণয়ন করেন।
১৬- ইন্টারনেটের মাধ্যমে অনারবদেরকে আরবী শেখার জন্য Free of Cost একটি website নির্মাণ করেন।
১৭- দুবাইতে তিনি মাদরাসাতু সাফিয়্যাহ শামেলাহ্ প্রতিষ্ঠা করেন। মূলতঃ তিনি ছিলেন দুবাইয়ের উন্নয়নের একজন কারিগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button