ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি [United Commercial Bank (UCB) PLC] বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাবে কোম্পানি আইন ১৯১৩-এর অধীনে একটি পাবলিক কোম্পানি হিসেবে ২৬ জুন, ১৯৮৩ সালে নিবন্ধিত হয়। এটি ১৯৮৩ সালের ২৬ জুন অনুমোদন পায় এবং একই বছরের ২৯ জুন ব্যবসা শুরু করে। শুরুতে ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ১২,১৭৫ মিলিয়ন টাকা। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১৫,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৪,০৬২.৩৭ মিলিয়ন টাকা। ২০ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ ইউসিবি পিএলসি-এর সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধায় করে এবং এর নীতি নির্ধারণ করে। ব্যাংকটি ১৯৮৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ১৯৯৫ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে তালিকাভুক্ত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসএমই ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ইউসিবি পিএলসি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, গৃহায়ণ, আমদানি-রপ্তানি অর্থায়ন এবং ব্যবসা-বাণিজ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করে।

ইউসিবি পিএলসি বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ২০২০ সালে ব্যাংক মোট ৫১৭০১০ মিলিয়ন টাকার বৈদেশিক মৃদ্রা ব্যবসা পরিচালনা করে। ইউসিবি পিএলসি ৫৯৬টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিসঙ্গী ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে। ২০২১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অধীনস্থ প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের আওতায় মোবাইল আর্থিক সেবা (MFS) Ucash (ইউক্যাশ) এর নাম পরিবর্তন করে Upay (উপায়) নামে চালু করে। যা গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক সংযোগ ব্যবহারকারীদের বিনা ইন্টারনেটে উপায় অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ করে দিয়ে থাকে। ব্যাংকটিতে ২২৪টি শাখা, ২টি এসএমই সেন্টার, ১টি অফশোর ব্যাংকিং ইউনিট, ৬২৮টি এটিএম/ সিআরএম বুথ ও ৫,০৬০ জন কর্মী রয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয় প্লট- সিডব্লিউএস(এ)-১, রোড নং- ৩৪, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২ এ অবস্থিত। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো হলো-
ক) উপায় লিমিটেড
খ) ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড
গ) ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড
ঘ) ইউসিবি এসেট ম্যানেজমেন্ট লিমিটেড
ঙ) ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

Back to top button