ব্যাংক জব সার্কুলারব্যাংকার্স সিলেকশন জব

সরকারি ব্যাংকে ৬৪৬৪ জন নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

২০২৩ সালের শুরুতে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) [Bankers Selection Committee (BSC)] সদস্যভুক্ত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর অধীনে সমন্বিত বিভিন্ন সরকারি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ৬ হাজার ৪শ ৬৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। চারটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে সিনিয়র অফিসার (জেনারেল) পদে ৯২২ জন, অফিসার (জেনারেল) পদে ২৭৭৫ জন, অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর) পদে ২৪১৬ জন এবং অফিসার-রুরাল ক্রেডিট/ আরসি পদে ৩৫১ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট থেকে।

আরও দেখুন:
ব্যাংকার্স সিলেকশন কমিটির বিভিন্ন জব সার্কুলার

সিনিয়র অফিসার (জেনারেল) পদে ৯২২ জন
সিনিয়র অফিসার (জেনারেল) পদে সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জনসহ মোট ৯২২ জন নেওয়া হবে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অফিসার (জেনারেল) পদে ২৭৭৫ জন
অফিসার (জেনারেল) পদে সোনালী ব্যাংকে ১,০৫৪ জন, জনতা ব্যাংকে ৩০২ জন, অগ্রণী ব্যাংকে ১,০০০ জন, রূপালী ব্যাংকে ১৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪ জন, প্রবাসী-কল্যাণ ব্যাংকে ১৯ জন, কর্মসংস্থান ব্যাংকে ৪৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জনসহ মোট ২৭৭৫ জন নেওয়া হবে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর) পদে ২৪১৬ জন
অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর) পদে সোনালী ব্যাংকে ১ হাজার ২২৯ জন, জনতা ব্যাংকে ৪৪৫, অগ্রণী ব্যাংকে ৪৫৫, রূপালী ব্যাংকে ২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন অফিসারসহ মোট ২৪১৬ জন নেবে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

অফিসার (রুরাল ক্রেডিট/ আরসি) পদে ৩৫১ জন
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে জনতা ব্যাংক অফিসার-রুরাল ক্রেডিট/ আরসি পদে ৩৫১ জন লোক নেবে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

About Bankers’ Selection Committee Secretariat (BSCS):
As per Gazette No. 53.00.0000.311.11.012.15-527 Dated : 21-09-2015 of Banks and Financial Institutions Department, Ministry of Finance, Peoples Republic of Bangladesh “Bankers’ Selection Committee” is formed. Consequently “Bankers’ Selection Committee Secretariat” (BSCS) is established on 30-09-2015 vide Administrative Circular no-19 of Human Resources Department-1, for recruiting eligible candidates of the following state owned commercial & specialized banks and financial institutions:

1. Sonali Bank Limited
2. Janata Bank Limited
3. Agrani Bank Limited
4. Rupali Bank Limited
5. Bangladesh Development Bank Limited
6. Basic Bank Limited
7. Bangladesh Krishi Bank
8. Rajshahi Krishi Unnayan Bank
9. Bangladesh House Building Finance Corporation
10. Investment Corporation of Bangladesh
11. Karmasangstan Bank
12. Ansar-VDP Unnayan Bank
13. Probashi Kallyan Bank
14. Palli Sanchay Bank

The Main objective of Bankers’ Selection Committee Secretariat is to prepare panels of capable & efficient candidates (1st & 2nd class posts only) through rigorous process of selection following the govt. rules, regulations & quota policy and recommend the same to the respective banks and financial institutions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button