চলতি হিসাব কি? এই হিসাবের বৈশিষ্ট্যসমূহ কি কি?

যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে চাহিবামাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের সুযােগ প্রদান করে থাকে তাকে চলতি হিসাব (Current account) বলে। এ হিসাবের মাধ্যমে ব্যাংক চলাকালে যতবার খুশি অর্থ জমা বা উত্তোলন করা যায় বিধায় এ হিসাবকে চাহিদা আমানত (Demand deposit) চেক হিসাব (Cheque account) ইত্যাদি নামেও অভিহিত করা হয়ে থাকে।
Prof. Varshney -এর মতে-
“A current account is a running and active account which may be operated upon any number of times during a working day.”
অর্থাৎ চলতি হিসাব হলাে এমন একটি গতিশীল ও চালু হিসাবকে বুঝায় যার মাধ্যমে কর্মদিবসে যে কোন সংখ্যক বার লেনদেন সম্পন্ন করা যায়।
L. R. chowdhury এর মতে-
Current Account an account with a bank from which any part of the balance may be withdrawn on demand.
অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব ব্যাংকের এমন একটি অ্যাকাউন্ট যা থেকে ব্যালেন্সের কোনও অংশ চাহিদা অনুসারে উত্তোলন করা যেতে পারে।
P.H. Collin -এর মতে-
“Current account means any account which pays little or no interest but from which the customer can withdraw money when he wants by writing cheque.”
অর্থাৎ চলতি হিসাব হলো সেই হিসাব যেখানে ব্যাংক কোন সুদ প্রদান করে না বা দিলেও খুবই স্বল্প পরিমাণে প্রদান করে এবং যেখান থেকে গ্রাহক ইচ্ছা করলেই চেক লিখে অর্থ উত্তোলন করতে পারে।”
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আরও দেখুন:
◾ কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
◾ সঞ্চয়ী হিসাব খোলার নিয়ম
◾ শর্ট টার্ম ডিপোজিট (এসটিডি) একাউন্ট খোলার নিয়ম
◾ মেয়াদী আমানত হিসাব খোলার নিয়ম
◾ মাসিক সঞ্চয় প্রকল্প ডিপিএস হিসাব খোলার নিয়ম
চলতি হিসাব (Current account) এর বৈশিষ্ট্যসমূহ
চলতি হিসাব বলতে কোনও ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত একটি জমা হিসাবকে বোঝায়। এই হিসাবের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে চলতি হিসাব (Current account) এর বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-
১) অর্থ উত্তােলন ও জমা (Withdrawal and deposit)
ব্যাংকিং সময়ে চলতি হিসাবে (Current account) যতবার খুশি অর্থ উত্তোলন ও জমা করা যায়।
২) ন্যূনতম জমা (Minimum deposit)
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ন্যূনতম জমার কোনাে সীমা নির্ধারিত নেই তবে দেশের ব্যাংকভেদে সাধারণত ১,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা জমা দিয়ে চলতি হিসাব (Current account) খোলা যায়।
৩) জমাতিরিক্ত ঋণ (Overdraft)
ব্যাংক কর্তৃপক্ষের সাথে পূর্ব আলোচনা সাপেক্ষে চলতি হিসাব (Current account) থেকে ব্যাংক জমার অধিক পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। একে জমাতিরিক্ত ঋণ (Overdraft) বলে।
আরও দেখুন:
◾ মাসিক আয় প্রকল্প হিসাব খোলার নিয়ম
◾ দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প হিসাব খোলার নিয়ম
◾ তিনগুন বৃদ্ধি আমানত প্রকল্প হিসাব খোলার নিয়ম
◾ লাখপতি সঞ্চয় প্রকল্প হিসাব খোলার নিয়ম
◾ মিলিওনিয়ার সঞ্চয় প্রকল্প হিসাব খোলার নিয়ম
৪) চাহিবামাত্র দেয় (Gives on demand)
চলতি হিসাবের (Current account) অর্থ চাহিবামাত্র এর গ্রাহককে প্রদান করতে হয় বিধায় একে চাহিদা আমানত বা Demand deposit হিসাবও বলে।
৫) সুদ বা লাভমুক্ত (Interest/ Profit free)
চলতি হিসাবে (Current account) সাধারণত কোন সুদ বা লাভ/ মুনাফা (Interest/ Profit) এর গ্রাহককে প্রদান করা হয় না।
৬) হিসাব বিবরণী ইস্যু (Issue of Account Statement)
চলতি হিসাবে (Current account) কোন পাস বই দেয়া হয় না। গ্রাহকের প্রয়োজনে শুধুমাত্র হিসাব বিবরণী ইস্যু করা হয়ে থাকে।
আরও দেখুন:
◾ স্টুডেন্ট সঞ্চয়ী হিসাব খোলার নিয়ম
◾ অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব (NFCD) হিসাব খোলার নিয়ম
◾ বৈদেশিক মুদ্রা হিসাব (FCA) হিসাব খোলার নিয়ম
◾ নিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব (RFCD) হিসাব খোলার নিয়ম