আয়কর

ই-রিটার্ন লেজার সিস্টেমে যা পাবেন

ই-রিটার্ন লেজার সিস্টেমে যা পাবেন- ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। এখন সহজেই ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যায়। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে ক্লিক করুন- এখানে। ১ জুলাই, ২০২২ – ৩০ জুন, ২০২৩ সময়ে যে উৎসে কর ও AIT পরিশোধ করেছেন তা যেভাবে আপডেট করবেন-

• উৎসে কর আপডেটের জন্য বামপাশের Claim Source Tax’ মেনুতে ক্লিক করুন।
• আপনার উৎসে কর যে ক্যাটাগরীতে পড়ে সেটা সিলেক্ট করুন। যেমন, আপনি আইবাস বেতন বিলের বিপরীতে উৎসে কর প্রদান করে থাকলে iBAS++ (Salary)’ সিলেক্ট করুন।
• এবার ‘TDS Claim’ ফিল্ডে পরিশোধিত উৎসে করের অংক ইনপুট দিন এবং ‘Save’ বাটনে ক্লিক করুন। নীচের আউটপুট লাইনে ভেরিফাইড উৎসে করের অংক দেখা যাবে।
• আউটপুট লাইনে উৎসে করের অংকে কোনো পরিবর্তন চাইলে ‘edit’ আইকনে ক্লিক করুন এবং উপরের ‘TDS Claim’ ফিল্ডে পরিবর্তিত অংক ইনপুট দিন।
• আউটপুট লাইনে উৎস করের কোনো লাইন সম্পূর্ন বাদ দিতে চাইলে ‘delete’ আইকনে ক্লিক করুন।
• উৎসে করের ভেরিফিকেশন পর্ব শেষ হলে মেনুর নীচের অংশে থাকা ‘Tax Payment Status’ সিলেক্ট করে আপনার ভেরিফাইড উৎস করের হিসাব দেখে নিন।
• কাজ শেষ হলে ‘Go to eReturn’ সিলেক্ট করুন এবং eReturn সিস্টেমে গিয়ে বাকী কাজ সম্পন্ন করুন।
AIT এর ভেরিফিকেশন গাইডলাইন পর্যায়ক্রমে যোগ হবে।

আরও দেখুন:
করযোগ্য আয় না থাকলেও রিটার্ন দাখিল করতে হবে, কিন্তু কেন?

Search অপশন
• উৎসে কর আদায়কারী সিস্টেমে আপনার পরিশোধকৃত করের তথ্য কী আছে তা ‘Search’ বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

গুরুত্বপূর্ণ তথ্য
• উৎসে কর কর্তনকারীর সাথে অনলাইনে সংযুক্ত হয়ে উৎস করের অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হয় বিধায় ভেরিফিকেশন প্রসেসে সাধারণভাবে কয়েক সেকেন্ড এবং কোনো কোনো ক্ষেত্রে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।
• অনেক উৎসে কর এবং AIT এর ক্ষেত্রে আদায়কারী সিস্টেমের সাথে সংযুক্তির কাজ চলমান রয়েছে। অনলাইন সংযুক্তি এখনও সম্পন্ন না হওয়ার কারণে আপনার উৎসে পরিশোধিত করের সব তথ্য Verified Tax Payment’ হিসেবে প্রদর্শিত নাও হতে পারে। সেক্ষেত্রে অনলাইন রিটার্ন দিতে না চাইলে আপনি সিস্টেম থেকে অফলাইন (পেপার) রিটার্ন বানিয়ে নিতে পারেন।
• অফলাইন (পেপার) রিটার্নের জন্য Go to eReturn সিলেক্ট করে ই-রিটার্ন সিস্টেমে গিয়ে Tax & Payment’ অংশে ‘Proceed to offline (paper) return’ বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন সিস্টেমে তৈরি নির্ভরযোগ্য অফলাইন (পেপার) রিটার্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button