ব্যাংক জব সার্কুলারস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জব

সিনিয়র এইচআর নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (Standard Chartered Bangladesh) বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (সংক্ষেপে এসসিবি বিডি) বাংলাদেশে পরিচালিত একটি বিদেশী বাণিজ্যিক ব্যাংক। যেটি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর একটি সহযোগী কোম্পানি। ব্যাংকটি একশত বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হবার পরে ব্যাংকটি ১৯৪৮ সালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে এদের শাখা স্থাপন করে কার্যক্রম শুরু করে।

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (Standard Chartered Bank) “সিনিয়র এইচআর বিজনেস পার্টনার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ১০ মে, ২০২৩ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

পদের নামঃ সিনিয়র এইচআর বিজনেস পার্টনার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: এশিয়া-বাংলাদেশ-ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আবেদনের যোগ্যতাঃ
✓ হিউম্যান রিসোর্সেস বিষয়ে জানাশোনা থাকতে হবে।
✓ বিজনসে কৌশল সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
✓ যোগাযোগে দক্ষতা থাকেতে হবে।
✓ এইচআর বিষয়ক নীতিমালা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১০ মে, ২০২৩।

সোর্সঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

About Standard Chartered Bangladesh:
Standard Chartered Bangladesh is an international bank, nimble enough to act, big enough for impact. For more than 160 years, they have worked to make a positive difference for their clients, communities, and each other. They question the status quo, love a challenge and enjoy finding new opportunities to grow and do better than before. If you’re looking for a career with purpose and you want to work for a bank making a difference, they want to hear from you. You can count on them to celebrate your unique talents. And they can’t wait to see the talents you can bring them.

Their purpose, to drive commerce and prosperity through their unique diversity, together with their brand promise, to be here for good are achieved by how they each live their valued behavior’s. When you work withs them, you’ll see how they value difference and advocate inclusion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button