মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সেভিংস অ্যাকাউন্ট- জেনারেল

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB) এর সেভিংস অ্যাকাউন্ট- জেনারেল যে কোনো বাংলাদেশী নাগরিকের জন্য একটি সুদ আনয়নকারী সঞ্চয়ী অ্যাকাউন্ট। এই হিসাবটি স্বল্প আয়ের লেনদেনকারীদের জন্য একটি হিসাব। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। এই হিসাবের বিপরীতে চেক বই ও কার্ড ইস্যু করা হয়ে থাকে।

মিডল্যান্ড ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট খোলার যোগ্যতা
✓ ফটো আইডি ডকুমেন্ট সহ যেকোনো বাংলাদেশী নাগরিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✓ বয়স ১৮ বছর এবং তার বেশি হতে হবে।
✓ আবেদনকারী একক নামে বা যৌথ নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট- জেনারেল এর বৈশিষ্ট্য
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সেভিংস অ্যাকাউন্ট- জেনারেল এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ চেক-বুক সুবিধা;
✓ ডেবিট কার্ড সুবিধা (১ম বছরের জন্য ডেবিট কার্ড চার্জ ফ্রি);
✓ নগদ জমা এবং উত্তোলন সুবিধা;
✓ অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি- সিডিউল অব চার্জ অনুযায়ী;
✓ অ্যাকাউন্ট বন্ধ করার ফি- সিডিউল অব চার্জ অনুযায়ী;
✓ ন্যূনতম প্রাথমিক জমার পরিমাণ- ৬০০ টাকা;
✓ মোবাইল/ ফোন ব্যাংকিং সুবিধা;
✓ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা;
✓ হিসাবে ট্যাক্স, আবগারি শুল্ক এবং ভ্যাট- এনবিআর নিয়ম অনুযায়ী কাটা হয়।

মিডল্যান্ড ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এ সুদের হিসাব
অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সের উপর সুদ গণনা করা হবে। যদি অ্যাকাউন্টের গড় ব্যালেন্স ১৫,০০০ টাকার নিচে নেমে যায় তাহলে ক্লায়েন্ট ঐ দিনের জন্য সুদ হারাবে।
✓ মাসিক ব্যালেন্সে সুদ গণনা করা হয়।
✓ অর্ধ-বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্টে সুদ জমা হয়।
✓ সুদ অর্জনের জন্য মাসে সর্বাধিক ১০টি ডেবিট লেনদেন করা যাবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

মিডল্যান্ড ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এ প্রয়োজনীয় কাগজপত্র
✓ ব্যাংকের নির্ধারিত AOF (আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত)।
✓ আবেদনকারীর তিনটি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়কারী দ্বারা সত্যায়িত।
✓ বৈধ ফটো আইডির ফটোকপি; যেমন- পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
✓ অ্যাকাউন্টধারীর কর্তৃক প্রত্যয়িত নমিনির ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
✓ ইউটিলিটি বিলের কপি; যেমন- আবেদনকারীর নামে বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল ইত্যাদি।
✓ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।
✓ টিআইএন (যদি থাকে)।
✓ এছাড়া গ্রাহকভেদে ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র।

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.midlandbankbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button