গ্রামীণ ব্যাংক জবব্যাংক জব সার্কুলার

অভিজ্ঞতা ছাড়াই গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ

১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক (Grameen Bank) প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। ব্যাংকটিতে “শিক্ষানবিস অফিস/ শিক্ষানবিস সহকারী প্রকৌশলী” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে বাংলাদেশের যে-কোনাে স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।

পদের নামঃ শিক্ষানবিস অফিস/ শিক্ষানবিস সহকারী প্রকৌশলী
✓ পদের সংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ রাষ্ট্রবিজ্ঞান, আইন, বাংলা, ইংরেজি, লোক প্রশাসন, ভূগোল ও পরিবেশবিদ্যা, বায়োকেমিস্ট্রি, আর্কিটেকচার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।
✓ প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আবেদন ফিঃ
✓ ২০০ টাকা।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

বেতন ও সুযোগ সুবিধা:
✓ ২২ হাজার টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।
✓ এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ
✓ ২২ ডিসেম্বর, ২০২২

About Grameen Bank:
The Grameen Bank project started in 1976 as an action research pilot project in “Jobra” village in Chattogram district of Bangladesh. In 1983, the pilot project was transformed into a bank with the aim of alleviating poverty and empowering the marginalized poor in Bangladesh through micro-credit.

The unique feature of Grameen Bank is that no collateral is required to get the credit from the bank. Unlike mainstream commercial banks that bring their clients to their shiny branch premises where the poor are afraid to be trampled, Grameen Bank carries its services to the comfort zone of its clients’ doorsteps. It has inspired the women and the weaker section of the communities to join the Grameen fraternity. All banking transactions except loan disbursement are done in the meetings of the borrowers at the village level centers organized by the center managers.

Grameen Bank’s strong presence in remote areas of the country bears witness to this fact. Grameen Bank has always made it a priority to empower women and involve them in economic activities. As a result, Grameen Bank can proudly say that 98% of its borrowers are women. More than two-thirds of these women have moved on to better lives through poverty alleviation.

গ্রামীণ ব্যাংকে চাকরি, grameen bank job apply, grameen bank job circular, grameen bank job news, grameen bank jobs, grameen bank niyog, grameen bank recent job circular, grameen bank recruitment, ngo grameen bank job circular, www.grameen bank job, www.grameen bank job.com, গ্রামীণ ব্যাংক এনজিও নিয়োগ, গ্রামীণ ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রামীণ ব্যাংক নিয়োগ, গ্রামীণ ব্যাংক সার্কুলার, গ্রামীণ ব্যাংকে চাকরির নিয়োগ, গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ, গ্রামীণ ব্যাংকে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত, গ্রামীণ ব্যাংকে নিয়োগ, গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রামীণ ব্যাংকের নতুন নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button