এইচএসবিসি জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

এইচএসবিসি বাংলাদেশে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

এইচএসবিসি হোল্ডিং পিএলসি বা এইচএসবিসি (Hongkong and Shanghai Banking Corporation- HSBC) হল একটি বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ব্যাংক। ১৯৯১ সালে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন থেকে নতুন একটি হোল্ডিং কোম্পানি গঠিত হয়ে এইচএসবিসি তে রূপ নেয়। এর পূর্বোক্তোন কোম্পানি দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন হংকং এবং সাংহাইতে ১৮৬৫ সালে সর্বপ্রথম এর শাখা খোলে।

আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা সহ প্রায় ৮৫টি দেশে এইচএসবিসির প্রায় ৭২০০টি অফিস রয়েছে। সারা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় ৮৯ মিলিয়ন। সম্প্রতি ব্যাংকটি তাদের ওয়েলথ অ্যান্ড পারসোনাল ব্যাংকিং শাখায় “রিলেশনশিপ ম্যানেজার” পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ২৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

পদের নামঃ রিলেশনশিপ ম্যানেজার- ওয়েলথ অ্যান্ড পারসোনাল ব্যাংকিং শাখা
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতাঃ
✓ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
✓ ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে।
✓ যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ নেগশিয়েশন স্কিল থাকতে হবে।
✓ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৭ সেপ্টেম্বর, ২০২২।

সোর্সঃ বিডি জবস

About HSBC:
HSBC Holdings plc is a British multinational universal bank and financial services holding company. It is the largest bank in Europe by total assets, with US$2.953 trillion as of December 2021. In 2021, HSBC had $10.8 trillion in assets under custody (AUC) and $4.9 trillion in assets under administration (AUA), respectively. HSBC traces its origin to a hong in British Hong Kong, and its present form was established in London by the Hongkong and Shanghai Banking Corporation to act as a new group holding company in 1991; its name derives from that company’s initials. The Hongkong and Shanghai Banking Corporation opened branches in Shanghai in 1865 and was first formally incorporated in 1866.

HSBC has offices in 64 countries and territories across Africa, Asia, Oceania, Europe, North America, and South America, serving around 40 million customers. As of 2022, it was ranked no. 38 in the world in the Forbes rankings of large companies ranked by sales, profits, assets, and market value.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button