ইবিএল এসএমই লোন

ব্যবসায়ীদের জন্য ইবিএল এসএমই লোন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটি যেকোন বৈধ ব্যবসাভিত্তিক ঋণ সুবিধা। এর মাধ্যমে যেসকল ঋণ সুবিধা পাওয়া যায়- ইবিএল আশা, ইবিএল অগ্রিম, ইবিএল উদ্দোগ, ইবিএল বাণিজ্য, ইবিএল সুবিধা, ইবিএল উদ্যম, ইবিএল উন্নতি, ইবিএল মুক্তি, ইবিএল ইন ভয়েস ফ্যাক্টরিং, ইবিএল কৃষি ঋণ, ইবিএল এসএমই ইকুইটি বিল্ডার, ইবিএল উদয়, ইবিএল নবদয়, ইবিএল প্রযুক্তি, ইবিএল উৎপাদন, ইবিএল উৎকর্ষ, ইবিএল ই ক্যাশ/ঋণ ইত্যাদি।
এসএমই লোনের মূল বৈশিষ্ট্য
• ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ ৯০% অর্থায়ন করা হবে;
• প্রতিযোগিতামূলক সুদের হার। সুদের হার দেখতে ক্লিক করুন এখানে;
• সুদের হার (বন্ধকী লোন)- ১৬.০০;
• সুদের হার (সুরক্ষিত)- ১৩.০০;
• সুদের হার (ক্যাশ)- ১১.০০;
• সুদের হার (মহিলা)- ১০.০০;
• সুদের হার সম্পর্কিত অতিরিক্ত তথ্য- ফিক্সড ডিপোজিটের বিপক্ষে সুদের হার: এফডিআর হার + ৩% (নিজের ব্যাংকের) অথবা ১১% যেটি বেশি। কৃষকদের জন্য ১৩%;
• সর্বনিম্ন অর্থের পরিমাণ- প্রযোজ্য নয়;
• সর্বোচ্চ অর্থের পরিমাণ- সিকিউরিটির ৯০%;
• ন্যূনতম ঋণের মেয়াদ- ৩ বছর;
• সর্বোচ্চ ঋণের মেয়াদ- ৬০ বছর।
ফি ও চার্জ
• প্রক্রিয়াকরণ ফী- সর্বোচ্চ ১% (মহিলা উদ্যোক্তাদের এবং কৃষিনির্ভর অর্থায়নের কোন প্রসেসিং ফী নেই);
• স্ট্যাম্প শুল্ক- প্রযোজ্য নয়;
• দ্রুত নিষ্পত্তি- প্রযোজ্য নয়;
• বিলম্বে পরিশোধ ফি- সর্বোচ্চ ৪%।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
» বয়স নূন্যতম: ২১ বছর ও সর্বাধিক: ৬৫ বছর।
» ব্যবসায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আবেদনকারীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ইবিএল এসএমই লোনটি নেয়ার জন্য আপনার নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে-
১। সাম্প্রতিক ট্রেড লাইসেন্স।
২। ব্যবসায়ের নামে বর্তমান ব্যাংক হিসাব।
৩। জাতীয় আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি।
৪। সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৩ বছরের ব্যাংক রিপোর্ট।
অন্যান্য কাগজপত্র (ব্যবসায়ের ধরণ এবং আকারের উপর নির্ভরশীল)-
১। টিআইএন সার্টিফিকেট।
২। বর্তমান স্টকের তালিকা এবং এর বর্তমান মূল্য।
৩। স্থায়ী সম্পত্তির তালিকা এবং মূল্য।
৪। দায়ের মোট পরিমাণ এবং বিবরণী।
৫। দায়ের প্রাতিষ্ঠানিক বিবৃতি (যদি থাকে)।
৬। ভ্যাট সার্টিফিকেট (যদি থাকে)
৭। ব্যবসায়ের বিদ্যুৎ এবং টেলিফোন বিলের কপি।
৮। বেতনের বিবরণী।
৯। বাংলাদেশ ব্যাংকের CIB রিপোর্ট।
এসএমই লোনের সুবিধাসমূহ
লোনটি নেয়ার মাধ্যমে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন-
১। কোন বন্ধকীর দরকার নেই (কৃষিনির্ভর অর্থায়নে)।
২। চলতি মূলধন, স্থায়ী সম্পত্তি ক্রয় এবং অন্যান্য ব্যবসায়িক উদ্দেশ্যে লোনের ব্যবস্থা।
৩। কোন প্রসেসিং ফী নেই।
৪। কেবল ব্যবহৃত পরিমাণের উপরই সুদ ধার্য হবে।
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ info@ebl.com.bd





