মিডল্যান্ড ব্যাংক পিএলসি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (Midland Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি সংক্ষেপে এমডিবি (MDB) নামে পরিচিত। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ২০ মার্চ, ২০১৩ তারিখে নিবন্ধিত হয়। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর আওতায় ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে ৯ এপ্রিল, ২০১৩ তারিখে এবং একই বছরের জুন মাসের ২০ তারিখে ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

২০১৩ সালে কার্যক্রম শুরু করা ৯টি বেসরকারি ব্যাংকের একটি হলো মিডল্যান্ড ব্যাংক পিএলসি (MDB)। প্রতিষ্ঠার পর মিডল্যান্ড ব্যাংক গ্রাহক পরিধি খুব বেশি বাড়াতে না পারলেও করপোরেট সুশাসনে অগ্রগতি দেখিয়েছে। ব্যাংকটির স্লোগান হচ্ছে, ‘ব্যাংক ফর ইনক্লুসিভ গ্রোথ’ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ব্যাংক। ব্যাংকটির রয়েছেন ৬৩৬ জন কর্মী। ১৮টি গ্রামীণ শাখাসহ মোট ৩৯টি শাখা, ১৯টি উপ-শাখা, ৬৩টি এটিএম বুথ এবং ১০৩টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ব্যাংকটি। ২০২২ সালে মিডল্যান্ড ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

Back to top button