মেঘনা ব্যাংক পিএলসি

মেঘনা ব্যাংক পিএলসি (Meghna Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ২১ এপ্রিল, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। মেঘনা ব্যাংক পিএলসি ২০ মার্চ, ২০১৩ তারিখে ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানীতে নিবন্ধিত হয় এবং একই বছরের মার্চ মাসের ২৮ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। ব্যাংকটি ২০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,৪৩৩ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় উদ্যোগী অংশগ্রহণের মাধ্যমে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দেয়ার ভিশন নিয়ে একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালের ০৯ মে থেকে আনুষ্ঠানিকভাবে তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

বর্তমানে সারা দেশে ব্যাংকটির ৫১টি শাখা, ১০টি ইসলামী ব্যাংকিং উইন্ডো, ১৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২৪/৭ ইন্টারনেট ব্যাংকিং এবং ১৮টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং, কনজ্যুমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা এবং এজেন্ট ব্যাংকিং সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। মেঘনা ব্যাংক পিএলসি “Together We Sail (সর্বক্ষন সহযাত্রী)” এই স্লোগানকে সামনে রেখে একটি আলোকিত এবং সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়ে তার ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ব্যাংকটির পরিচালনা ভার ১৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। এইচ এন আশিকুর রহমান ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Back to top button