ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট অব বাংলাদেশ ব্যাংক

ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট অব বাংলাদেশ ব্যাংক – তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অন্য যে কোন ঝুঁকির সময়োপযোগী সমাধান, দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি লাঘবের মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং আমানতকারীদের স্বার্থে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (Bank Resolution Ordinance, 2025) প্রণীত হয়। একই উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক রি-স্ট্রাকচারিং অ্যান্ড রেজল্যুশন ইউনিট নামে ১টি ইউনিট গঠন করা হয়। ২২ জুলাই, ২০২৫ তারিখে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত ইউনিট এর নাম পরিবর্তন করে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট (Bank Resolution Department) নামকরণ করা হয়েছে।
ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের মাধ্যমে ব্যাংকিং খাতের আশু সংকট নিরসণসহ সামগ্রিক রেজল্যুশন কার্যক্রম তথা একীভূতকরণ, অধিগ্রহণ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম সম্পাদিত হবে। এছাড়া, ভবিষ্যতে ব্যাংক খাতে যেকোনও রেজল্যুশন প্রক্রিয়ায় এ বিভাগই দায়িত্ব পালন করবে। এখন থেকে ব্যাংক রি-স্ট্রাকচারিং অ্যান্ড রেজল্যুশন ইউনিট (Bank Restructuring & Resolution Unit) সংশ্লিষ্ট যাবতীয় পত্র যোগাযোগ ও কার্যক্রম নবগঠিত ডিপার্টমেন্টের সঙ্গে সম্পাদন করতে হবে। ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়মতো রেজল্যুশন নিশ্চিত করতে কাজ করবে।
ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এর কার্যাবলী
ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময়মতো রেজল্যুশন নিশ্চিত করতে কাজ করবে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট। নিম্নে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এর কার্যাবলী সমূহ তুলে ধরা হলো-
- কাঠামোগত এবং আইনগত সুষ্ঠু সমাধান কাঠামো নিশ্চিত করার জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন করা।
- ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়াকে সহজতর করার জন্য মানসম্মত রেজল্যুশন পদ্ধতি তৈরি করা এবং গাইডলাইন আপডেট করা, ধারাবাহিক এবং দক্ষ অনুশীলন নিশ্চিত করা।
- ব্যাংকিং খাতের বিভিন্ন সংকটে আকস্মিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সংক্রামক ঝুঁকি চিহ্নিত করা এবং পদ্ধতিগত প্রভাব হ্রাস করার জন্য বিভিন্ন কৌশল নির্ধারণ করা।
- ব্যাংকের আর্থিক স্বাস্থ্য, মূলধনের ঘাটতি এবং তহবিলের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পুনঃমূল্যায়ন, সম্পদ এবং দায় স্থানান্তর, পার্চেজ এবং এজাম্পশন, একীভূতকরণ, অধিগ্রহণ, বেইল-ইন, পুনর্গঠন, বা অবসান সহ সর্বোত্তম সমাধান কৌশল প্রণয়নের জন্য অনুকরণীয় অনুশীলন বাস্তবায়ন করা।
- জনসাধারণের আস্থা এবং ন্যায্যতা বজায় রাখার জন্য রেজল্যুশন মামলার স্বচ্ছ, ন্যায্য এবং স্বাধীন পর্যালোচনা পরিচালনা করা।
- সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য পুনঃমূল্যায়ন, একীভূতকরণ বা অবসানের মতো নীতিগত বিকল্প সুপারিশ করা।
- রেজল্যুশন কার্যক্রম সাপোর্ট দেয়ার জন্য ব্যাংক রেজল্যুশন তহবিল প্রতিষ্ঠা এবং কার্যকর প্রশাসনিক কাঠামোর উন্নয়ন করা।
- সম্পদের গুণমান মূল্যায়ন এবং রেজল্যুশন কৌশল অবহিত করার জন্য চলমান এবং আসন্ন AQR কার্যক্রমের তত্ত্বাবধান করা।
- আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগকারী হিসেবে কাজ করা, আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনগুলোকে একীভূত করা এবং ব্যাংক রেজল্যুশনের জন্য বহিরাগত প্রযুক্তিগত দক্ষতা সংগ্রহ করা।
- পিসিএ পর্যায় ১-৪ এর অধীনে ব্যাংকগুলোর জন্য সংশোধনমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা এবং আর্থিক অবস্থা স্থিতিশীল করার জন্য দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করা।
- ব্যাংকগুলোর মধ্যে সুশাসন এবং পদ্ধতিগত ঝুঁকি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা, সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো উন্নত করার জন্য সংস্কারের পরামর্শ দেয়া।
- প্রতিষ্ঠিত নীতি এবং নির্দেশিকাগুলোর সাথে সামঞ্জস্য নিশ্চিত করে পুনর্গঠন, সমাধান এবং অবসান প্রক্রিয়াগুলো তদারকি করা।
- ব্যাংক পুনর্গঠন এবং সমাধানে সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা বিকাশ করা, সমাধান কৌশল, ব্যবহারিক প্রয়োগ এবং প্রাসঙ্গিক আইনি কাঠামোর উপর দৃষ্টি দেয়া।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |

