অগ্রণী ব্যাংক পিএলসিএজেন্ট ব্যাংকিংবিকল্প ব্যাংকিং

অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেডের সমৃদ্ধ ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেবার লক্ষ্যে দেশব্যাপী বাস্তবায়িত এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বানিজ্যিক নাম অগ্রণী দুয়ার ব্যাংকিং। অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রমে অগ্রনী ব্যাংকের শাখা-কেন্দ্রিক সকল নিয়মিত ব্যাংকিং সেবা স্থানীয় ইউনিট এজেন্ট দ্বারা পরিচালিত সেবা কেন্দ্রে পাশ্ববর্তী কোন একটি শাখার আওতায় প্রদান করা হয়। ব্যাংকের মাষ্টার এজেন্ট ও এজেন্ট ব্যাংকিং সহযোগী প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেস লিমিটেড দেশব্যাপী শক্তিশালী ও কার্যকরী এজেন্ট নেটওর্য়াক স্থাপনের মাধ্যমে অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে ব্যবসা পরিচালনা এবং গ্রাহক সেবা নিশ্চিত করছে।

অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রম
অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রমে স্থানীয় ইউনিট এজেন্ট পরিচালিত গ্রাহক সেবা কেন্দ্রে ব্যাংকের প্রথাগত শাখার অনুরুপ প্রায় সকল লেনদেনই করা যায়। এখানে অগ্রণী ব্যাংকের যে কোন ধরনের একাউন্ট খোলা যায়, যা পরবর্তীতে চেকবই এর মাধ্যমে ব্যাংকের সকল শাখায়, কার্ডের মাধ্যমে ATM বা POS মেশিনে আর বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে দেশ ব্যাপী ছড়ানো সকল এজেন্ট পয়েন্টে লেনদেন করা যায়। এ সকল শাখায় মুহূর্তেই রিয়েলটাইম অনলাইন ব্যবস্থায় নতুন পুরাতন সকল গ্রাহকের হিসাবে টাকা জমা/ পাঠানো যায়। যে কোন সংখ্যার গোপন পিনে বিদেশী রেমিটেন্সের টাকা তোলা যায়। বিল গ্রহণ ও অন্যান্য সেবা প্রদান করা হয়, পর্যায়ক্রমে সেবার পরিধি বেড়ে চলেছে। বর্তমানে সারা দেশে ২০০টি ইউনিট এজেন্ট অত্যন্ত সফলতার সাথে নিম্নোক্ত গ্রাহক সেবা প্রদান করে আসছে-
❏ সঞ্চয়ী, চলতি, ডিপিএস, এফডিআর এবং স্কুল ব্যাংকিং, ভাতা হিসাবসহ সকল প্রকারের হিসাব খোলা।
❏ ব্যাংকের নতুন এবং পুরাতন সকল হিসাব এ তাৎক্ষনিক অনলাইন সুবিধা।
❏ দুই ধাপে গ্রাহক সনাক্তকরনের নিরাপত্তা ব্যবস্থা।
❏ আন্তর্জাতিক মানের এনক্রিপশন পদ্ধতিতে তথ্য প্রবাহের সুনিশ্চিত নিরাপত্তা প্রদান৷
❏ ব্যাংকিং লেনদেন এ তাৎক্ষনিক এসএমএস ও ভয়েস লিসেনিং এর সুবিধা।
❏ ব্যাংকিং সেবা কার্যক্রম তুলনামুলক কম সময়ে সম্পন্ন হওয়া।
❏ যে কোনো সংখ্যার গোপন পিনে বিদেশী রেমিটেন্সের টাকা তোলা যায়৷
❏ পল্লী বিদ্যুৎ, DPDC, জালালাবাদ ও বাখরাবাদ গ্যাস বিল কালেকশন৷
❏ বাস টিকেট ক্রয়৷
❏ গ্রাহক এটিএম কার্ডসহ সকল কোর ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন৷
❏ অগ্রণী ব্যাংকের নতুন পুরাতন সকল গ্রাহকই তাদের হিসাবে টাকা জমাসহ লেনদেন পরিচালনা করতে পারেন৷

প্রক্রিয়াধীন সেবা সমূহ
❏ ঋন কার্যক্রম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, RTGS, মোবাইল রিচার্জ সহ অন্যান্য ভ্যালু এ্যডেড অনলাইন সেবা।

কেন অগ্রণী দুয়ারের ইউনিট এজেন্ট হবেন?
❏ বৃহৎ রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ৷
❏ ব্যাংক উদ্যোক্তা হিসেবে আর্থিক সেবা পরিচালনার বিশেষ সামাজিক মর্যাদা অর্জন৷
❏ ব্যাংকের পার্টনার হিসেবে নিজস্ব প্রোফাইল তৈরি করার সুযোগ৷
❏ আর্থিক প্রতিষ্ঠানে নানাবিধ ব্যবসায়িক সুযোগ গ্রহন৷
❏ নিরাপদ নির্ঝঞ্জাট সম্মানজনক ব্যবসা৷

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ইউনিট এজেন্ট হবার জন্য শর্তসমূহ
❏ স্থানীয় এলাকার অধিবাসী বা দীর্ঘদিন ধরে বসবাসকারী ব্যক্তি৷
❏ সামাজিক পরিচিতি,সর্বস্তরে গ্রহনযোগ্যতা ও প্রভাব-প্রতিপত্তি থাকতে হবে৷
❏ স্থানীয় বাজারে/পর্যায়ে দীর্ঘদিন ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনার অভিজ্ঞতা৷
❏ একটি ব্যাংকের এজেন্ট আউটলেট নিয়ে থাকলে অন্য ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না৷
❏ কোনো দেউলিয়া অথবা অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত ব্যক্তি এজেন্ট হতে পারবে না৷
❏ ব্যাংক সংশ্লিষ্ট কোন ব্যক্তি এজেন্ট হতে পারবে না৷
❏ জনসমাগম রয়েছে এমন ব্যস্ততম বাজারে খুব আকর্ষনীয় ও সহজে দেখা যায়, এমন স্থানে নূন্যতম ২০০-৩০০ বর্গফিট আয়তনের একটি পাকা ঘর (ভাড়া/ মালিকানাধীন) থাকতে হবে৷
❏ নূন্যতম প্রযুক্তি স্বাক্ষরতা (বিশেষত ইমেইল ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা)৷
❏ কমপক্ষে ১২-১৫ লক্ষ টাকা বিনিয়োগ করার সক্ষমতা থাকতে হবে।

কিভাবে এজেন্টশিপ নিবেন
❏ Online এর মাধ্যমে এই ঠিকানায় agentbanking.agranibank.org আবেদন করতে হবে, সেই সাথে নিকটস্থ শাখায় ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করতে হবে৷
❏ ফেরৎ যোগ্য ১০,০০০/ (দশ হাজার টাকা মাত্র) শুধুমাত্র দুয়ার সার্ভিসেস লিঃ এর অনুকূলে পে-অর্ডার করে দুয়ার হেড অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করতে হবে৷
❏ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে যোগ্যতার নিরীখে একটি সম্ভাব্য তালিকা তৈরি করবে এবং সরেজমিনে তদন্তের জন্য একটি দল পাঠানো হবে৷
❏ প্রাথমিকভাবে নির্ধারিত/ মনোনীতকে পরবর্তীতে সাক্ষাৎকারের দিন-তারিখ জানানো হবে৷
❏ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে, ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিকটস্থ অগ্রনী ব্যাংকে (লিংকড শাখায়) Current Account খুলতে হবে এবং জামানত হিসেবে ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার মাত্র) টাকার একটি FDR লিয়েন মার্ক করে রাখতে হবে।
❏ অতঃপর হেড অফিসে ইউনিট এজেন্ট হিসাবে দ্বিপাক্ষিক চুক্তিনামায় স্বাক্ষর করার জন্য আসতে হবে৷
❏ চুক্তি স্বাক্ষরের সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী ঘরের কাজ সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি
❏ গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য বৃত্তান্ত৷
❏ বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট৷
❏ বর্তমানে যে ব্যবসা করছে তার সকল ডকুমেন্ট৷
❏ ট্রেড লাইসেন্স এর কপি৷
❏ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি৷
❏ জন্ম নিবন্ধনের ফটোকপি৷
❏ TIN সার্টিফিকেট (Tax Identification Number)৷
❏ BIN সার্টিফিকেট (Business Identification Number) (যদি থাকে)৷
❏ পরবর্তীতে প্রয়োজনানুসারে আরও কিছু ডকুমেন্ট চাওয়া হবে।

বিশেষভাবে লক্ষণীয় বিষয়সমূহ
❏ এই ব্যাংকিং ব্যবসাটি লাভজনক হবার জন্য নিম্ন বিষয়গুলো সঠিক ভাবে যাচাই করা প্রয়োজন-
❏ যে বাজারে কোন ব্যাংকের শাখা নেই, অথবা মাত্র ২-১টি শাখা রয়েছে কিন্তু আরও শাখার প্রচণ্ড চাহিদা রয়েছে এ রকম এলাকা৷
❏ বিশাল বাজার ও বেশ কয়েকটি এলাকার সংযোগ স্থল৷
❏ এজেন্টের ব্যক্তিগত যোগাযোগ/কানেকশান খুবই ভালো হতে হবে এবং প্রভাবশালী ব্যক্তি/প্রতিষ্ঠান/মহলের সাথে আন্তরিকতা থাকতে হবে।
❏ এটি একটি দীর্ঘ মেয়াদী ব্যবসা কাজেই কমপক্ষে ২ (দুই) বছর প্রতিমাসে বিনিয়োগ চালিয়ে যাওয়ার মন-মানষিকতা থাকতে হবে।
❏ তুলনামূলক নতুন ব্যবসা, তাই এটাকে প্রতিষ্ঠিত ও লাভজনক করতে নিজেকে যথেষ্ঠ সময় দিতে হবে।
❏ ব্যবসা প্রসারের জন্য এলাকায় প্রচুর পরিমানে প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে হবে।

বিস্তারিত জানতে
৮৪১ শ্যামলী রিং রোড, বায়তুল আমান টাওয়ার (৬ষ্ঠ তলা), আদাবর, ঢাকা -১২০৭
অথবা দুয়ার সার্ভিসেস লিমিটেড, সানমুন স্টার টাওয়ার (লেভেল ১১), ৩৭ দিলকুশা বানিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০
❏ মোবাইলঃ ০১৯৮৫৫৫৫০১৫, ০১৮৪৪০৭৪০২০, ০১৯৮৫৫৫৫০৯৫
❏ ইমেইলঃ [email protected], [email protected], [email protected]
❏ ওয়েবসাইটঃ www.doer.com.bd, www.agranidoer.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button