এসবিএসি ব্যাংক জব সার্কুলারব্যাংক জব সার্কুলার

একাধিক পদে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক

একাধিক পদে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক- বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড [South Bangla Agriculture and Commerce (SBAC) Bank Limited]। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “একাধিক” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ
১. হেড অফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন
২. অপারেশন ম্যানেজার
৩. শরীয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব)
৪. ক্যাশ অফিসার

✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
✓ স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে ১ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ সার্ভিসে বিরতি থাকা প্রার্থীদের আবেদন করার দরকার নেই।
✓ চমৎকার যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক থাকতে হবে।
✓ চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
✓ কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
✓ বয়স- সবোর্চ্চ ৩৫ থেকে ৫০ বছর (১৫ নভেম্বর, ২০২৩ তারিখ অনুযায়ী)।
✓ ধূমপায়ীদের আবেদন করতে নিরুৎসাহিত করা যাচ্ছে।

বেতন ও ভাতাঃ
✓ আকর্ষণীয় বেতন প্যাকেজ।
✓ চমৎকার কাজের পরিবেশ।
✓ মসৃণ কর্মজীবনের অগ্রগতি।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অত্যন্ত যোগ্য প্রার্থীদের জন্য উপরে উল্লিখিত শর্ত এবং প্রয়োজনীয়তা শিথিল করা যেতে পারে। এসবিএসি ব্যাংক লিমিটেড কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনও আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
এছাড়াও আপনি আপনার জীবনবৃত্তান্ত এইচআরডি প্রধান, এসবিএসি ব্যাংক লিমিটেড, বিএসসি টাওয়ার (৮ম তলা), ২-৩, রাজউক এভিনিউ, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ এ পাঠাতে পারেন।

সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন-
১. হেড অফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন
২. অপারেশন ম্যানেজার
৩. শরীয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব)
৪. ক্যাশ অফিসার

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ নভেম্বর, ২০২৩।

সোর্সঃ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

About SBAC Bank Limited:
South Bangla Agriculture and Commerce Bank Limited (SBAC) is a private commercial bank headquartered in Dhaka, Bangladesh. It incorporated in 2013 as a banking company under Companies Act.1994 and regulated under Banking Companies Act. 1991.

South Bangla Agriculture and Commerce Bank Limited, a fastest growing fourth generation commercial bank is now on the verge of an era of banking business excellence, intends to extend its business operations countrywide. Currently, SBAC is seeking for following positions for its existing/upcoming branches located at different areas of the country.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক হলো সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড [South Bangla Agriculture and Commerce (SBAC) Bank Limited]। এটির সদরদপ্তর বিএসসি টাওয়ার, রাজউক এভিনিউ, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ এ অবস্থিত। ২৮ এপ্রিল, ২০১৩ সালে কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে ব্যাংকটি একটি ব্যাংকিং কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর অধীনে পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button