এসবিএসি ব্যাংক জব সার্কুলার

এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি- বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক হলো এসবিএসি ব্যাংক পিএলসি (SBAC Bank PLC)। ব্যাংকটিতে “ব্রাঞ্চ ম্যানেজার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
✓ জব গ্রেড: EVP পর্যন্ত।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়।
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
✓ প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ যে কোনো ব্যাংকে ম্যানেজার হিসেবে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ এমটিও বা প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
✓ প্রার্থীদের অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ব্যাংকিং অপারেশন এবং ব্যবসায়িক উন্নয়নে এক্সপোজার এবং অভিজ্ঞতা থাকতে হবে।
✓ সার্ভিসে বিরতি থাকা প্রার্থীদের আবেদন করার দরকার নেই।
✓ ব্রাঞ্চ অপারেশন, জেনারেল ব্যাংকিং, লেন্ডিং অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ফরেন ট্রেড অপারেশন সম্পর্কে শক্তিশালী জ্ঞান থাকতে হবে।
✓ চমৎকার আন্তঃব্যক্তিক সম্পর্ক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাঃ
✓ আকর্ষণীয় বেতন প্যাকেজ সুবিধা।
✓ চমৎকার কাজের পরিবেশ।
✓ মসৃণ কর্মজীবনের অগ্রগতি।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অত্যন্ত যোগ্য প্রার্থীদের জন্য উপরে উল্লিখিত শর্ত এবং প্রয়োজনীয়তা শিথিল করা হতে পারে। এসবিএসি ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।

সোর্সঃ এসবিএসি ব্যাংক পিএলসি

About SBAC Bank PLC:
SBAC Bank PLC is one of the 4th Generation Private Commercial Banks headquartered in Dhaka, Bangladesh. It started its journey on 28 April, 2013 obtaining a license from Bangladesh Bank as a banking company under Companies Act, 1994 and is regulated under the Banking Companies Act, 1991 with a vision to be the most customer-friendly and trustworthy Bank of the Country. The journey with a uniquely qualified leadership, a firm capital base and highly talented workforce has enabled us to offer our customers a wide array of differentiated financial solutions. The Bank offers the entire spectrum of financial services to customer segments covering Large and Mid-Corporates, SME, Agriculture and Retail Businesses.

Since its inception, SBAC Bank has been actively involved in various initiatives to promote and strengthen the Banking industry to become more resilient, effective, and efficient. As one of the country’s new generations and fastest growing banks, we offer our customers innovative financial solutions, modern technology-based products and services for businesses as well as individuals. In addition to conventional Banking, we also offer our valued customers Shariah compliant Islamic Banking products & services. As of February 2024, we have an extensive network of 89 Branches, 27 Sub-Branches, 62 ATMs, 10 Islamic Banking Windows and 27 Agent Outlets across the country with 24/7 real time online connectivity. Our unparalleled leadership, remarkable client base and hardworking workforce have led us to achieve robust business growth.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক হলো এসবিএসি ব্যাংক পিএলসি (SBAC Bank PLC)। ব্যাংকটি ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২৫ মার্চ, ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। একই বছরের এপ্রিল মাসের ৩ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০৮০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে ২৮ এপ্রিল, ২০১৩ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এটির সদরদপ্তর বিএসসি টাওয়ার, ২-৩ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকায় অবস্থিত। ব্যাংকটিতে জনবল রয়েছে ১,১৭০ জন।

ব্যাংকটি ২০১৩ সালে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (South Bangla Agriculture and Commerce Bank Limited) নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২৪ সালে এর নাম পরিবর্তন করে এসবিএসি ব্যাংক পিএলসি রাখা হয়। বর্তমানে ব্যাংকটি গ্রাহকদেরকে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এসএমই বাংকিং, এটিএম (কার্ড) ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। সারা দেশে ব্যাংকটির ৮৯টি শাখা, ২৭টি উপ-শাখা, ৬২টি এটিএম বুথ, ১০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং ২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button