আইসিআইসিআই ব্যাংক জবব্যাংক জব সার্কুলার

আইসিআইসিআই ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (ICICI) ব্যাংক লিমিটেড হলো একটি ভারতীয় বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক সেবা সংস্থা। মুম্বাই এ এর কর্পোরেট অফিস রয়েছে। ব্যাংকটি ৫ জানুয়ারি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ভারত জুড়ে ব্যাংকটির ৫২৭৫টি শাখা এবং ১৫,৫৮৯টি এটিএম রয়েছে। বিশ্বব্যাপী ১৭টি দেশে এর উপস্থিতি রয়েছে।

যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন, সিঙ্গাপুর, কাতার, হংকং, ওমান, দুবাই, চীন এবং দক্ষিণ আফ্রিকায় এর শাখা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশেও ICICI ব্যাংকের প্রতিনিধি অফিস রয়েছে। সম্প্রতি আইসিআইসিআই ব্যাংক চাকরিপ্রার্থীদের জন্য বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিসে “রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ২৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
✓ প্রতিষ্ঠানের নাম: আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, বাংলাদেশ প্রতিনিধি অফিস।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্নাতক ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।
✓ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ এফআই ব্যাংকিং, ট্রেড সার্ভিস অ্যান্ড লোকাল রেগুলেশনস সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।
✓ রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে।
✓ বাংলাদেশে চলমান মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৮ সেপ্টেম্বর, ২০২২।

সোর্সঃ বিডি জবস

About ICIC Bank Bangladesh:
ICICI Bank Limited is an Indian multinational bank and financial services company headquartered in Vadodara. It offers a wide range of banking products and financial services for corporate and retail customers through a variety of delivery channels and specialized subsidiaries in the areas of investment banking, life, non-life insurance, venture capital and asset management.

The bank has a network of 5,275 branches and 15,589 ATMs across India and has a presence in 17 countries. The bank has subsidiaries in the United Kingdom and Canada; branches in United States, Singapore, Bahrain, Hong Kong, Qatar, Oman, Dubai International Finance Centre, China and South Africa; as well as representative offices in United Arab Emirates, Bangladesh, Malaysia and Indonesia. The company’s UK subsidiary has also established branches in Belgium and Germany.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button