ইস্টার্ন ব্যাংক পিএলসিকার্ড সার্ভিস

ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড

ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড হল ইএমভি চিপ কার্ড, যা অনেক সুবিধার সাথে যুক্ত। এটি আপনার দৈনন্দিন ব্যয় করার জন্য অধিক নিরাপত্তা, সুবিধা এবং নমনীয়তা নিশ্চিত করবে। যে কেউ ইবিএল শাখা থেকে এটি নিতে পারেন। কোনও অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি উপভোগ করতে পারবেন। যখনই প্রয়োজন হবে তখন আপনি অর্থ লোড করতে পারবেন।

ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড এর বৈশিষ্ট্য
• বিশ্ব জুড়ে গৃহীত;
• টাকা ও ইউএসডি মুদ্রায় লেনদেন;
• ৩ বছরের (পুনর্নবীকরণযোগ্য) বৈধতা;

নির্বাচিত হইবার যোগ্যতা
• বাংলাদেশী নাগরিক হতে হবে;
• সর্বনিম্ন ১৮ বছর বয়সী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
• পূরণকৃত ইবিএল প্রিপেইড কার্ড আবেদনপত্র;
• আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি;
• বৈধ ফটো আইডি (এনআইডি বা পাসপোর্ট);
* আন্তর্জাতিক লেনদেন অনুমোদনের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড এর সুবিধা
• ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ব্যাংকিং;
• ডুয়েল কারেন্সি ইএমভি প্রিপেইড কার্ড;
• ভিসা এটিএম নেটওয়ার্ক এ বিশ্বব্যাপী নগদ অর্থ উত্তোলন সুবিধা;
• যেকোন ইবিএল এটিএম থেকে ফ্রি নগদ অর্থ উত্তোলন;
• সারা বিশ্ব জুড়ে দোকান এবং রেস্টুরেন্ট এ অ্যাক্সেস;
• ই কমার্স লেনদেন সুবিধা;
• দেশ জুড়ে বিভিন্ন মার্চেন্ট পার্টনার এ ছাড় সুবিধা;
• ফ্রি রিলোড সুবিধা;
• প্রতিটি লেনদেনের সাথে সাথে লেনদেন সতর্কতা;
• আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটা সুবিধা;
• কার্ড এর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বার্ষিক ফি নেই;
• অতিরিক্ত ব্যালেন্স কার্ড বন্ধ করলে ফেরত সুবিধা;
• ২৪ ঘন্টা এটিএম অ্যাক্সেস;
• নিরাপদ এবং সুরক্ষিত;
• অনলাইনে বিল পরিশোধ;
• কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু;
• ২৪X৭ কন্ট্যাক্ট সেন্টার।

বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ cardsteam@ebl.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button