বিনিয়োগ ও লোন

ব্যাংক লোন বা বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং পর্ব-৩

মোহাম্মদ শামসুদ্দীন আকন্দঃ ব্যাংকের ঋণ বা বিনিয়োগ হলো ব্যাংকের অন্যতম একটি বিষয়। কেননা ব্যাংকের লাভ বা মুনাফা নির্ভর করে ঋণ বা বিনিয়োগের উপর। ব্যাংকসমূহ কর্তৃক প্রদত্ত বিনিয়োগ বা ঋণের কতিপয় অংশ অনেক সময় খেলাপি থেকে যায়। আর এই খেলাপি বা মেয়াদোত্তীর্ণ বা অনাদায়ী বিনিয়োগ বা ঋণকে তার সময়সীমা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ভাগে ভাগ করেছে।

Loan/Investment Classification ব্যাংকারদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। যা ধারাবাহিকভাবে ৬ পর্বে প্রকাশিত হচ্ছে। আজ Loan/Investment Classification এর ৩য় পর্ব প্রকাশ করা হলো। আশা করছি সকলের কাজে লাগবে।

Types of Loan/Investment Classification বা বিনিয়োগ/ঋন শ্রেনীকরণের ধরন
বিনিয়োগ/ঋন শ্রেনীকরনের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ব্যাংকের যাবতীয় ঋন বা বিনিয়োগকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে
1. Unclassified বা অশ্রেনীকৃত
i) Standard বা মান
ii) Special Mention Account বা বিশেষ চিহ্নিত হিসাব (SMA)

2. Classified বা শ্রেনীকৃত
i) Sub Standard বা নিম্নমান
ii) Doubtful বা সন্দেহজনক
iii) Bad/Loss বা মন্দ/ক্ষতিজনক।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Basis for Loan/Investment Classification বা বিনিয়োগ/ঋণ শ্রেনীকরনের জন্য ভিত্তি
Basis for Loan/Investment Classification বা বিনিয়োগ/ঋণ শ্রেনীকরনের জন্য ভিত্তি সমূহ তুলে ধরা হলো-
(A) Objective Criteria বা উদ্দেশ্যগত মাপকাঠি
(B) Qualitative Judgment বা গুণগত মান

(A) Objective Criteria বা উদ্দেশ্যগত মাপকাঠি
Past Due/Over Due- যেকোন
i) চলমান এবং
ii) বিনিয়োগ/ঋণের পুনঃনিয়োগের জন্য নির্দিষ্ট মেয়াদপূর্তির তারিখের মধ্যে বিনিয়োগ/ঋণ পরিশোধের/পুনর্নবীকরণ বা ব্যাংকের চাহিদা অনুযায়ী নিম্নলিখিত দিনটি অতীতের কারণে/অতিরিক্ত সময়ের হিসাবে গণ্য করা হবে না।
iii) ফিক্সড টার্ম বিনিয়োগ/ঋণের কোনও কিস্তি নির্ধারিত মেয়াদপূর্তির তারিখের মধ্যে পরিশোধ করা হয় না, পরবর্তী দিনে অনির্ধারিত কিস্তির পরিমাণটি অতীতের কারণে/ অতিরিক্ত সময়ের হিসাবে গণ্য করা হবে।
iv) মেয়াদপূর্তির তারিখের ছয় মাসের মধ্যে মেয়াদপূর্তির মেয়াদ/মেয়াদপূর্তির মেয়াদ শেষ হওয়ার মেয়াদকালের মধ্যে স্বল্প মেয়াদী কৃষি ও ক্ষুদ্র বিনিয়োগ/ঋণ পরিশোধ করা হয় না। (BRPD সার্কুলার নং ১৪ ও ১৯)

Types of loan

Unclassified

Sub-Standard

Doubtful

Bad/Loss

Standard

SMA

Continuous Loan

<2

2

3

6

>9

Demand Loan

<2

2

3

6

>09

Term Loan (up to taka 10 lac)

<3

3

6

9

>12

Term Loan (more than taka 10 lac)

<2

2

3

6

>09

Short Term Agricultural Credit
& Short Term Micro Credit

O<12

12

36

>60

12

36

>60

লেখকঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ব্যাংকার।

আরও দেখুন:
জেনে নিন যে ১০টি ভুলে পারসোনাল লোন হয় না
জামানত নিয়ে ব্যাংকের বিড়ম্বনা ও প্রাসঙ্গিক কিছু কথা
ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কট করুন
ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button