বিনিয়োগ ও লোন

জেনে নিন যে ১০টি ভুলে পারসোনাল লোন হয় না

আমরা পারসোনাল লোনের জন্য আবেদন করে থাকি বিভিন্ন ব্যাংকের কাছে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাংক লোন না দিয়ে রিজেক্ট করে থাকে। ১০টি ভুলের কারণে এই পারসোনাল লোন সাধারণত এপ্রুভ হয় না। আসুন জেনে নিই যে ১০টি ভুলের কারণে পারসোনাল লোন হয় না।

০১. ভুয়া Documents দেওয়া।
০২. Purpose of Issue না জানানো।
০৩. Permanently Job না করা।
০৪. ঘন ঘন Job পরিবর্তন বা পূর্বের Job এর কোন Documents না দেওয়া।
০৫. CIB রেকর্ড খারাপ জেনেও বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করা।

০৬. ইনকাম এর তুলনায় বেশি ঋণী থাকা।
০৭. Credit Card এর Repayment খারাপ থাকা।
০৮. চলমান কোন Bad Loan এর Guarantor থাকা।
০৯. Co-Applicant এর Poor CIB রেকর্ড।
১০. একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করা এবং জাল Documents প্রদান করা।

আরও দেখুন:
জামানত নিয়ে ব্যাংকের বিড়ম্বনা ও প্রাসঙ্গিক কিছু কথা
ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কট করুন
ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button