ব্যাংকিং পেশায় আসার আগে আরেকবার ভাবুন!

আল ইমরানঃ যারা ব্যাংকিং জবে আসতে চান তাদের বলছি- এ পেশায় আসার আগে আরেকবার ভাবুন। এই সময়ের অন্যতম চাহিদাপূর্ণ একটি পেশার নাম ব্যাংকার। অনেকের মতে ভালো পরিমাণে বেতন আর বাড়তি সুযোগ সুবিধা নিয়ে এখন ব্যাংকিং হয়ে উঠেছে সময়ের সাথে তাল মিলিয়ে চলার পেশা।
কিন্তু বাস্তবিক অর্থে এখন ব্যাংকিং এ যে পরিমাণ অবশ্য পালনীয় প্রত্যয় যুক্ত হয়েছে তা এই পেশাটাকে পালকহীন ময়ুরে পরিণত করেছে। আর একেকজন ব্যাংকারকে করেছে মানবীয় অনুভুতিহীন যন্ত্র প্রাণীতে। তাই যারা ব্যাংকিং জবে আসতে চান তাদের বলছি- এ পেশায় আসার আগে আরেকবার ভাবুন।
একজন ব্যাংকার সকাল ৯টায় ব্যাংকে ঢুকে রাত ৮টার আগে কখনই বের হতে পারে না। দিনের আলো দেখার সৌভাগ্যে ব্যাংকারের হয় না। আর তাইতো প্রবাদ আছে যে, যদি গভীর রাতে রাস্তায় কাউকে দেখেন, ধরেই নিবেন সে হয়তো মাতাল নয়তো ব্যাংকার।
আরও দেখুন:
◾ আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
◾ যাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে
◾ করযোগ্য আয় বের করবেন যেভাবে
◾ আয়কর রিবেট পেতে কোথায় বিনিয়োগ করবেন?
◾ ট্যাক্স রিবেট বা কর রেয়াত কি?
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কতো কঠোর পরিশ্রমে তাদের দিন কেটে যায়, তা বলার অপেক্ষা রাখে না। ঠিক সময়ে খেতে পারে না, নামাজ পড়তে পারে না, ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবতে পারে না, কোনো জরুরি কাজে বের হতে পারে না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। দিনের পুরো সময় কাজের মধ্যে ডুবে থাকতে হয় তাদের।
৩৫ বছর বয়সেই একজন ব্যাংকার হয়ে উঠেন হাই-প্রেসারের রোগি, রক্তে কোলেস্টেরল এর পরিমান অনেক বেশি। ডাক্তার সকাল বিকাল হাটতে বলেছে কিন্তু সময় পাবে কোথায়? ডায়াবেটিসও হয়ত আক্রমন করবে দ্রুত। কারন ব্যায়াম/ শারিরীক পরিশ্রম না করার কারনে ওজন বাড়ছে দ্রুত।
ব্যাংকারদের নেই কোন ব্যক্তিগত ও পারিবারিক জীবন। যাই হোক ব্যাংকারদের দুর্দশা অসীম হলেও তা বলার লোক খুবই সীমিত..।
লেখকঃ আল ইমরান, ব্যাংকার।


