1. bankingnewsbd@gmail.com : ব্যাংকিং নিউজ : ব্যাংকিং নিউজ
  2. mosharafnbl@yahoo.com : মোশারফ হোসেন : মোশারফ হোসেন
  3. msakanda@yahoo.com : ইবনে নুর : ইবনে নুর
  4. shafiqueshams@gmail.com : Shamsuddin Akanda : Shamsuddin Akanda
  5. surjoopathik@ymail.com : শরিফুল ইসলাম : শরিফুল ইসলাম
  6. tasniapopy@gmail.com : তাসনিয়া তাবাসসুম : তাসনিয়া তাবাসসুমআয়কর রিবেট পেতে কোথায় বিনিয়োগ করবেন?

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুন, ২০২১

সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থের উপর আয়কর রিবেট পাওয়া যায়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ষষ্ঠ সিডিউল পার্ট-বি, ধারা ৪৪ (২) (বি) অনুযায়ী একজন ব্যক্তি করদাতা কোথায় কোথায় বিনিয়োগ করলে তার উপর আয়কর রিবেট পাবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

২০২১-২০২২ করবর্ষে আয়কর রেয়াত (Rebate) পেতে ৩০ জুন, ২০২১ এর মধ্যে নিচে উল্লেখিত খাতে প্রয়ােজনীয় বিনিয়ােগ/ দান করলে, যাদের করযােগ্য আয় ১৫ লক্ষ টাকার কম তারা বিনিয়ােগে/ দানের সরবােচ্চ ১৫% এবং যাদের করযােগ্য আয় ১৫ লক্ষ টাকার বেশি তারা বিনিয়ােগে/ দানের সর্বোচ্চ ১০% আয়কর রেয়াত (Rebate) পেতে পারেন। আপনার করযােগ্য আয় এর সর্বোচ্চ ২৫% বিনিয়ােগ/ দান অনুমােদন যােগ্য।

আরও দেখুন:
অনলাইনে টিন সার্টিফিকেট করবেন কিভাবে?
করযোগ্য আয় বের করবেন যেভাবে
আয়করের রিটার্ন দাখিল করার নিয়ম
আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

কোথায় বিনিয়োগ করলে আপনার আয়কর কমবে বা রিবেট পাবেন চলুন তা জেনে নেই-
১) বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে নিবন্ধিত যেকোন কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার;
২) বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড;
৩) যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপােজিট পেনশন স্কীমে (ডিপিএস) বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০.০০ টাকা বিনিয়ােগ;
৪) জীবন বীমা প্রিমিয়াম (বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০%);
৫) রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেভিংস সার্টিফিকেট;

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (A Platform for Bankers Community) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিন এবং ফেসবুক গ্রুপ ব্যাংকিং ফর অল এ জয়েন করে আমাদের সাথেই থাকুন।

৬) একটা ডেস্কটপ কম্পিউটার (সর্বোচ্চ ৫০,০০০ টাকা) অথবা একটা ল্যাপটপ কম্পিউটার (সর্বোচ্চ ১,০০,০০০ টাকা) [তবে এই বছর ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার এ বিনিয়োগ বাতিল করা হয়েছে।];
৭) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন;
৮) সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা;
৯) কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা;
১০) সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা;
১১) সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ;

এছাড়াও নিম্নোক্ত খাতেও দান করে আয়কর রেয়াত পাওয়া যায়-

জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়ােজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
যাকাত তহবিলে দান;
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমােদিত কোন দাতব্য হাসপাতালে দান;
প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান;
মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান;
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান;

আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
ICDDRB তে প্রদত্ত দান;
CRP, সাভার এ প্রদত্ত দান;
সরকার কর্তৃক অনুমােদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
এশিয়াটিক সােসাইটি, বাংলাদেশ এ দান;
ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান;
মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে নিয়ােজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান ইত্যাদি।

আরও দেখুন:
ট্যাক্স রিবেট বা কর রেয়াত কি?
‘অনলাইন ফাইলিং’ এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল
আয়কর রিবেট পেতে কোন খাতে কত বিনিয়োগ করতে পারবেন?

Leave a Replyলেখাটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন:

এই বিভাগের অন্যান্য লেখা

ইমেইল সাবস্ক্রাইব করুন

আমাদের নতুন নতুন পোষ্ট গুলো ই-মেইল এর মাধ্যমে পেতে রেজিষ্ট্রেশন করুন।
আর্কাইভবিভাগ সমূহ