আয়কর রিবেট পেতে কোথায় বিনিয়োগ করবেন?
সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থের উপর আয়কর রিবেট পাওয়া যায়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ষষ্ঠ সিডিউল পার্ট-বি, ধারা ৪৪ (২) (বি) অনুযায়ী একজন ব্যক্তি করদাতা কোথায় কোথায় বিনিয়োগ করলে তার উপর আয়কর রিবেট পাবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
২০২১-২০২২ করবর্ষে আয়কর রেয়াত (Rebate) পেতে ৩০ জুন, ২০২১ এর মধ্যে নিচে উল্লেখিত খাতে প্রয়ােজনীয় বিনিয়ােগ/ দান করলে, যাদের করযােগ্য আয় ১৫ লক্ষ টাকার কম তারা বিনিয়ােগে/ দানের সরবােচ্চ ১৫% এবং যাদের করযােগ্য আয় ১৫ লক্ষ টাকার বেশি তারা বিনিয়ােগে/ দানের সর্বোচ্চ ১০% আয়কর রেয়াত (Rebate) পেতে পারেন। আপনার করযােগ্য আয় এর সর্বোচ্চ ২৫% বিনিয়ােগ/ দান অনুমােদন যােগ্য।
আরও দেখুন:
◾ অনলাইনে টিন সার্টিফিকেট করবেন কিভাবে?
◾ করযোগ্য আয় বের করবেন যেভাবে
◾ আয়করের রিটার্ন দাখিল করার নিয়ম
◾ আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
কোথায় বিনিয়োগ করলে আপনার আয়কর কমবে বা রিবেট পাবেন চলুন তা জেনে নেই-
১) বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে নিবন্ধিত যেকোন কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার;
২) বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড;
৩) যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপােজিট পেনশন স্কীমে (ডিপিএস) বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০.০০ টাকা বিনিয়ােগ;
৪) জীবন বীমা প্রিমিয়াম (বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০%);
৫) রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেভিংস সার্টিফিকেট;
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৬) একটা ডেস্কটপ কম্পিউটার (সর্বোচ্চ ৫০,০০০ টাকা) অথবা একটা ল্যাপটপ কম্পিউটার (সর্বোচ্চ ১,০০,০০০ টাকা) [তবে এই বছর ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার এ বিনিয়োগ বাতিল করা হয়েছে।];
৭) স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন;
৮) সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা;
৯) কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা;
১০) সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা;
১১) সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ;
এছাড়াও নিম্নোক্ত খাতেও দান করে আয়কর রেয়াত পাওয়া যায়-
জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়ােজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
যাকাত তহবিলে দান;
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমােদিত কোন দাতব্য হাসপাতালে দান;
প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান;
মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান;
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান;আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
ICDDRB তে প্রদত্ত দান;
CRP, সাভার এ প্রদত্ত দান;
সরকার কর্তৃক অনুমােদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
এশিয়াটিক সােসাইটি, বাংলাদেশ এ দান;
ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান;
মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষার্থে নিয়ােজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান ইত্যাদি।
আরও দেখুন:
◾ ট্যাক্স রিবেট বা কর রেয়াত কি?
◾ ‘অনলাইন ফাইলিং’ এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল
◾ আয়কর রিবেট পেতে কোন খাতে কত বিনিয়োগ করতে পারবেন?