৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী-২০২৫

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী – দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা, অক্টোবর-২০২৫ আগামী ১১, ১৮ ও ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে বিভাগীয় সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের সুবিধার্থে যেকোন বিভাগে পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্র নির্বাচন করতে পারবেন তবে পরবর্তীতে বদলীজনিত কারন ছাড়া কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না।
ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম Online এর মাধ্যমে Submission করতে হবে। নিম্নে ৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অক্টোবর, ২০২৫-এর সময়সূচী তুলে ধরা হলো (JAIBB ও AIBB উভয়ের জন্য)।
| 6th Banking Professional Examination, October-2025 (JAIBB) | ||
| Date | Time | Subject |
| 11.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Business Communication in Financial Institutions (BCFI) |
| 2.00 PM – 05.00 PM | Principles of Economics (POE) | |
| 18.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Monetary and Financial System (MAFS) |
| 2.00 PM – 05.00 PM | Laws and Practice of General Banking (LPGB) | |
| 25.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Basic Accounting (BA) |
| 2.00 PM – 05.00 PM | Organization and Management (OM) | |
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
| 6th Banking Professional Examination, October-2025 (AIBB) | ||
| Date | Time | Subject |
| 11.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Risk Management in Financial Institutions (RMFI) |
| 2.00 PM – 05.00 PM | Credit Operations and Management (COM) | |
| 18.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Trade Finance and Foreign Exchange (TFFE) |
| 2.00 PM – 05.00 PM | Information and Communication Technology in Financial Institutions (ICTFI) | |
| 25.10.2025 (Saturday) | 9.00 AM – 12.00 PM | Governance in Financial Institutions (GFI) |
| 2.00 PM – 05.00 PM | Treasury Management in Financial Institutions (TMFI) | |
| Financial Crime and Compliance (FCC) | ||
| Agriculture & Microfinance (AM) | ||
| Marketing and Branding in Financial Services (MBFS) | ||
| Sustainable Finance (SF) | ||
| Shariah-Based Banking (SBB) | ||
| Investment Banking (IB) | ||
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |


ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী