ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩২ ক্যাশ সংক্রান্ত ১

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Cash সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩২তম পর্বে।
প্রশ্ন: শাখায় কি কাজ করেন?
উ: স্যার, ক্যাশে কাজ করি।
প্রশ্ন: আচ্ছা বলেন তো Cash Payment করার পূর্বে কি কি দেখবেন?
উ: Cash Payment দেওয়ার পূর্বে দেখতে হবে:
১. চেকটি Debit করে Posting Seal এবং Number দেওয়া আছে কিনা
২. চেকটি Cancellation করা হয়েছে কিনা
৩. চেকটি Post Dated, Stale Dated কিনা
৪. Pay Cash Seal দেওয়া আছে কিনা
৫. চেকের Amount টা কথায় এবং অংকে একই আছে কিনা ও
৬. চেকে Signature দেওয়া আছে কিনা।
প্রশ্ন: বুঝলাম, তবে যদি চেকে উল্লেখিত পরিমান কথায় ও অংকে অমিল হয় তাহলে কি Payment দেওয়া যাবে?
উ: Payment দেওয়া যাবে তবে Practice এ এটা নেই।
প্রশ্ন: অমিল হলে কোন পরিমাণ Payment দিবেন?
উ: সে ক্ষেত্রে কথায় লেখা পরিমান টাকা Payment দিতে হবে।
প্রশ্ন: আচ্ছা, আপনি Mutilated Cheque কি বলতে পারবেন?
উ: জি স্যার, Mutilated Cheque হলো এমন Cheque যে Cheque দেখে মনে হয় বাতিল করার জন্য Cheque টি ছেড়া হয়েছে।
প্রশ্ন: Mutilated Cheque কি Payment দেওয়া যাবে?
উ: Payment দেওয়া যাবে তবে A/C Holder কর্তৃক Mutilation Confirmed করে Signature দেওয়া লাগবে।
প্রশ্ন: যদি কোন ব্যাংকার কর্তৃক ছেড়া হয় তাহলেও কি A/C Holder এর Signature লাগবে?
উ: না স্যার, সে ক্ষেত্রে Banker কর্তৃক Mutilation Confirmed করে দিলেই Payment দেওয়া যাবে।
প্রশ্ন: আচ্ছা, আপনাদের Counter এ কি Mutilated নোট গ্রহন করেন?
উ: জি হ্যা স্যার, গ্রহন করি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: আচ্ছা, তবে Mutilated Note বলতে কি ধরণের Note কে বুঝায়?
উ: ছেড়া ফাটা বা ব্যবহারযোগ্য নয় এমন নোটকে Mutilated Note বলে।
প্রশ্ন: বুঝলাম, তবে অচল নোট কোন গুলি?
উ: স্যার, অচল নোট হলো এমন কিছু নোট যেগুলি ব্যাংকারের কাছে গ্রহনযোগ্য নয়।
প্রশ্ন: বুঝলাম, তবে অচল নোট কিভাবে বুঝবেন?
উ: স্যার, এ ক্ষেত্রে কিছু বৈশিষ্ট আছে তা দেখে বুঝতে হবে যেমন:
১. দুই এর অধিক টুকরা হওয়া
২. নোটের রং বিকৃত হওয়া
৩. নোটের কোন অংশ পুড়ে গেলে
৪. নোটে দুধরণের নাম্বার থাকলে ও
৫. কোন রং লাগার দরুন রং বিকৃতি হয়ে গেলে ইত্যাদি।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)