ব্যাংকার

ব্যাংকা‌রের প‌রিচয়

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আজ আলোচনা করবো একজন ব্যাংকা‌রের প‌রিচয় (Banker’s Identity) সম্পর্কে।

ব্যাংকা‌রের সংজ্ঞাঃ
Banker an individual that is employed by a banking institution and participates in various financial transactions, which may or may not include investments.

অর্থাৎ ব্যাংকার হলো একজন ব্যক্তি যিনি একটি ব্যাংকিং প্রতিষ্ঠান দ্বারা নিযুক্ত এবং বিভিন্ন আর্থিক লেনদেনে অংশগ্রহণ করে, যা বিনিয়োগে অন্তর্ভুক্ত হতে পারে বা নাও হতে পারে।

কিন্তু আজ ব্যাংকারের ভিন্ন ধরনের প‌রিচয় তুলে ধরা হলোঃ-

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ব্যাংকার হ‌লো সেই ব্য‌ক্তি যি‌নি
১. নি‌র্দিষ্ট সম‌য়ের ১৫ মি‌নিট পূ‌র্বে অফি‌সে উপ‌স্থিত হয় কিন্তু নি‌র্দিষ্ট সম‌য়ে অফিস ত্যাগ কর‌তে পা‌রেনা।
২. যি‌নি ক্যাশ কম পড়‌লে প‌কেট থে‌কে পুর্ণ ক‌রে ‌দেয়, ক্যাশ বেশী হ‌লে প‌কে‌টে নি‌তে পা‌রেনা।
৩. যি‌নি হিসাব মি‌লা‌তে বাধ্য তাই ব‌লে যত রাতই হোক।
৪. যি‌নি গভীর রা‌তে বাসায় ফি‌রে কিন্তু খুব ভো‌রে বাসা থে‌কে বের হয়।
৫. যি‌নি বাসায় ফি‌রে সন্তান‌কে ঘুমন্ত ‌পায় এবং বাসা থে‌কে বের হওয়ার সময় ঘুমন্ত অবস্থায় দে‌খে যায়।
৬. যি‌নি প্রচুর কাজ ক‌রে ক্লান্ত হওয়া স‌ত্বেও কাস্টমা‌র‌কে হা‌সি মু‌খে বিদায় দেয়।
৭. যি‌নি শিক্ষাগত যোগ্যতায় স‌র্বোচ্চ সনদধারী হ‌লেও বকলম অশিক্ষিত কাস্টমার‌কে স্যার বল‌তে বাধ্য হয়।
৮. যি‌নি অনেক ধর‌নের ছু‌টি পাওনাদার কিন্তু কোন ছু‌টিই ভোগ কর‌তে পা‌রে না।
৯. যা‌দের ছু‌টি নির্বাহী আদে‌শে ক‌মি‌য়ে দেওয়া হয়।
১০. যাদের জন্য ঈদের আনন্দ প্র‌যোজ্য নয়।
১১. যারা জনসাধার‌ণকে ঈদের আনন্দ উৎযাপন কর‌তে সহযোগিতা ক‌রে মাত্র।
১২. যারা সবল অবস্থায় গাধার মত খাটনী ক‌রে।
১৩. যারা রো‌গে প‌ড়ে অথবা বয়‌সের কারণে দূর্বল হ‌য় তা‌দেরকে প্র‌তিষ্ঠা‌নের Liability বলা হয়।
১৪. যা‌রা তরুন বয়‌সে প্রচুর সা‌র্ভিস দি‌য়ে ব্যাং‌কের উন্ন‌তি‌তে বড় অবদান রাখ‌লেও বয়‌সের কার‌ণে কিছুটা দূর্বল হ‌লেই জোরপূর্বক অবস‌রে যে‌তে বাধ্য হয়।
১৫. দে‌শের অর্থনী‌তি‌তে বড় ধর‌নের অবদান থাক‌লেও যা‌দের অবদা‌নের কথা কেউ স্বীকার ক‌রে না।
১৬. শক্ত অবস্থায় যেই প‌রিবা‌রের জ‌ন্যে সময় দি‌তে পা‌রে নাই, দূর্বল হ‌য়ে সেই প‌রিবা‌রের কা‌ছে বোঝা হ‌য়ে ফি‌রে যায়।

কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (সামান্য পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button