ব্যাংক ইন এ বক্স কনসেপ্ট

বর্তমানে মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর জন্য সমগ্র বিশ্ব এবং আমাদের দেশ বাংলাদেশ এখন খুব দুঃসময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে। যারা এই সময়ে বাড়ির বাইরে জীবিকা ও সেবার জন্য কাজ করছে যেমন- ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক, ব্যাংকার, সরকারি ও বেসরকারি অফিস আদালত ও বিভিন্ন পেশায় নিয়োজিত সমগ্র দেশের নাগরিক। তারা নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এতে আমাদের জীবন ও জীবিকার উপর প্রভাব ফেলছে।
সমগ্র বিশ্ব এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য লকডাউন ও সামাজিক দূরত্ব গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় সমগ্র বিশ্ব ও আমাদের দেশেও ডিজিটাল পদ্ধতিকে নিরাপদ উপায় হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই করোনা ভাইরাসকে বিভিন্ন দেশের বিশ্লেষকেরা বিশ্লেষণ করে দেখছেন যে, আগামীতে আরো কিছু সময় ধরে এই রোগটি সমগ্র বিশ্ব ও আমাদের দেশে স্থায়ী হতে পারে। এই ক্ষেত্রে সামাজিক দূরত্বকে একমাত্র নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে জীবন এবং জীবিকাকে চলমান রাখার জন্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এমন অবস্থায় ব্যাংকিং কার্যক্রম, অর্থনৈতিক লেনদেন ও অন্যান্য যেমন- ট্রেন টিকেট ক্রয়-বিক্রয়, মেট্রো রেল টিকেট ক্রয়-বিক্রয়, বাস লঞ্চ টিকেট ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন (বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য) বিল প্রদান, ইনকাম ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স, বেতন প্রদান, বৈদেশিক রেমিটেন্স গ্রহন, গাড়ির বাৎসরিক ট্যাক্স, পণ্য বিক্রয়, মালামাল পরিবহনের অর্থনৈতিক লেনদেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিল আদান-প্রদান, খুচরা ও পাইকারি ব্যবসার সকল লেনদেনের জন্য “ব্যাংক ইন এ বক্স” (BANK IN A BOX) নতুন ডিজিটাল ডিভাইস পদ্ধতি অত্যন্ত সঠিক সমাধান দিতে পারে।
ব্যাংক ইন বক্স “BANK IN A BOX” বা KIOSK মেশিন ইউএসএ এর স্বনামধন্য ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন “KIOSK Information System” ফ্যাক্টরিতে তৈরি করা হবে। এই মেশিনে টাচ স্ক্রিন সিস্টেম থাকবে (স্মার্ট ফোনের টাচ স্ক্রিন এর মত)। একজন গ্রাহক তার ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেনের কার্যক্রম খুব সহজে বাংলায় ব্যাংকার অথবা সেবাদানকারীর সাথে এই মেশিনের অত্যাধুনিক ভিডিও কনফারেন্স অনলাইনের মাধ্যমে সমাধান করতে পারবে। গ্রাহক মেশিনের সামনে দাঁড়ালে টাচ স্ক্রিনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ব্যাংকার অথবা সেবাদানকারীর সাথে সরাসরি বাংলায় কথা বলতে পারবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
| ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য একজন গ্রাহক ব্যাংকের শাখায় না গিয়ে এই মেশিনের সাহায্যে অ্যাকাউন্ট খুলতে পারবে। এই মেশিনে আঙ্গুলের ছাপ নেবার নির্দিষ্ট স্থান (Scanner) থাকবে এবং গ্রাহককে উক্ত স্থানে আঙ্গুলের ছাপ প্রদান করার জন্য ব্যাংকার বা সেবাদানকারী নির্দেশনা প্রদান করবেন।
এছাড়া গ্রাহকের ভোটার আইডি কার্ড সনাক্ত করার জন্য এই মেশিনে নির্দিষ্ট স্থান ও স্ক্যানার থাকবে। সেবাদানকারী অথবা ব্যাংকার গ্রাহককে ভোটার আইডি কার্ড স্থাপন ও সনাক্ত করাবে। ব্যাংকার বা সেবাদানকারী KIOSK মেশিনের ক্যামেরার মাধ্যমে গ্রাহকের ছবি তুলবে। গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর দিতে নির্দেশ প্রদান করবে এবং গ্রাহক এই মেশিনের ডিজিটাল কলমের মাধ্যমে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করবে।
উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করার পর ব্যাংকার বা সেবাদানকারী গ্রাহকের জন্য এই মেশিন হতে ব্যাংক একাউন্ট সমপন্ন করবে এবং একটি KIOSK কার্ড এই মেশিন হতে প্রদান করবে। যা দ্বারা উক্ত গ্রাহকের সারাজীবনের জন্য ডেবিট কার্ড হিসেবে বিভিন্ন ধরণের আর্থিক কার্যক্রম করার জন্য ব্যবহার করতে পারবে।
গ্রাহকের একাউন্ট সম্পূর্ন হবার পর এই মেশিনের মাধ্যমে খুব সহজে ব্যাংকে উপস্থিত না হয়ে সমগ্র ব্যাংকিং কার্যক্রম যেমন- একাউন্টে টাকা জমা দান করা, টাকা উত্তোলন করা, চেক জমা দেয়া, চেক ট্রান্সফার করা, বিভিন্ন সেবা কার্যের বিল প্রদান করা, বৈদেশিক রেমিটেন্স কার্যক্রম করা, ট্রেন, মেট্রো রেল, বাস এর টিকেট ক্রয় করা, ট্যাক্স, ভ্যাট, বেতন সহ সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবে।
যে কোন লেনদেন সম্পন্ন করার পর KIOSK মেশিন হতে গ্রাহক একটি রশিদ প্রদান করবে এবং গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস প্রদান করবে।
KIOSK মেশিন কার্যক্রম ২৪/৭, ৩৬৫ দিন কার্যক্রম পরিচালনা করবে এবং এই মেশিন যেহেতু আকারে খুবই ছোট সেজন্য যেকোনো জায়গাতেই স্থাপন ও ব্যবহার করা সম্ভব। এই ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা খরচ (Over Head) কমে যাবে এবং গ্রাম-গঞ্জ, হাট-বাজার, এজেন্ট ব্যাংক, এটিএম বুথ এবং নতুন নতুন এজেন্ট নিয়োগের জন্য খুবই সময়োপযোগী এবং উভয় পক্ষের জন্য যেমন- গ্রাহক ও ব্যাংকার এবং এজেন্টদের জন্য লাভজনক মাধ্যম হিসেবে পরিগণিত হবে। বর্তমানে করোনা ভাইরাসের জন্য আমাদের জীবন ও জীবিকা দুটোই স্বাস্থ্যসম্মত ও নিখুঁতভাবে ইউএসএ টেকনোলজি ব্যবহার করে মেশিন তৈরি হবে ও মেশিন এর সফটওয়্যার বাংলা সফটওয়্যার এর মাধ্যমে সংযুক্ত করা হবে।
এই অসম্ভব কার্য অতি সহজভাবে করার নতুন প্রযুক্তি ‘BANK IN A BOX’ এর আহবায়ক মাহবুবুল ওয়াসেক [Masters’ in Electronics and Business Technologies (MEBT), University of Ottawa, Canada] এবং মাশরুর ওয়াসেক স্বত্বাধিকারী E CAS E TECH Hardware (মেশিন প্রস্তুতকারী কোম্পানি) KIOSK Information System, USA সফটওয়ার প্রস্তুতকারী পার্টনার সফটওয়ার ইঞ্জিনিয়ার ফুয়াদ রহমান (USA Silicon Valley) বাংলাদেশী নাগরিক।
আমাদের আইসিটি তথ্যমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এই যুগান্তকারী প্রজেক্টকে তার আন্তরিক সমর্থন প্রদান করেছেন এবং আইসিটি মন্ত্রণালয়ের ৬ জন টেকনিক্যাল টিম সরেজমিনে KIOSK Information Factory, USA পরিদর্শন করার জন্য গত মার্চ ২০২০ ভ্রমণ করেছেন। উক্ত আইসিটি টেকনিক্যাল টিম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা এই প্রজেক্ট এর উপর রিপোর্ট জমা দিবেন যার ফলে বাংলাদেশের সমগ্র সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে পাইলট প্রজেক্ট এর সূচনা তৈরি হবে।
এই মেশিনে যেহেতু ২৪/৭, ৩৬৫ দিন সেবাদানকারীরা সমগ্র বাংলাদেশের ১৬ কোটি মানুষকে সেবা প্রদান করবে সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ চাকরির ব্যবস্থা করবে। শুধু যুব সমাজের চাকরি নয় বরং নারী, বয়স্ক লোকজনও ১৫ দিনের ট্রেনিং কোর্স করে এই কাজের মাধ্যমে আয়ের পথ বেছে নিতে পারবে। দেশের আর্থিক উন্নয়নের জন্য এই প্রজেক্ট ‘BANK IN A BOX’ যেখানে সমগ্র বাংলাদেশের ৬০% জনগণ ব্যাংকের আওতার বাইরে তারাও ব্যাংকের আওতাভুক্ত হবেন এবং তখন তাদের অর্থ এই KIOSK একাউন্ট ডেবিট কার্ড এ জমা রাখবে। সেই ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ হতে ইন্টারেস্ট বাবদ মুনাফা অর্জন করবে এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।
যারা KIOSK এর এজেন্ট হিসেবে ব্যবসায় যুক্ত হবে তাদেরও মাসিক লাভের উৎসের সৃষ্টি হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় এর “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ভিশন ২০/২১ বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ একটি ক্যাশলেস সোসাইটিতে পরিণত হবে।
কার্টেসিঃ মাহবুবুল ওয়াসেক ও মাশরুর ওয়াসেক
‘BANK IN A BOX’ এর আহবায়ক
ফাউন্ডার এবং পার্টনার
ই-ক্যাশ ই-টেক
মোবাইলঃ ০১৭১১৫২২৭০২, ০১৯২৯৭০১৯৬৯







