বাংলাদেশ ব্যাংক সার্কুলার

অ-ব্যাংকিং সম্পদ সংক্রান্ত তথ্যাদি দাখিল

অ-ব্যাংকিং সম্পদ (Non-Banking Asset) সংক্রান্ত তথ্যাদি দাখিল সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১৭ অক্টোবর, ২০২১) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিওএস সার্কুলার লেটার নং-৪৪) জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উক্ত সার্কুলারে বলা হয়েছে, অ-ব্যাংকিং সম্পদ (Non-Banking Asset)-এর মূল্যায়ন, ব্যাংকের হিসাবে তা অন্তর্ভুক্তকরণ, বিক্রয় এবং ব্যবহারের বিষয়ে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখের বিআরপিডি সার্কুলার নং-২২ এর মাধ্যমে একটি নীতিমালা জারি করা হয়েছে। উক্ত নীতিমালার ৮ নং অনুচ্ছেদে অ-ব্যাংকিং সম্পদ সংক্রান্ত তথ্যাদি ষাণ্মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ছকে তফসিলি ব্যাংক কর্তৃক ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বরাবর দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও দেখুন:
◾ আগামী বুধবার ব্যাংক বন্ধ থাকবে

এমতাবস্থায়, অ-ব্যাংকিং সম্পদ সংক্রান্ত তথ্যাদি প্রতি ষাণ্মাসিক (জুন ও ডিসেম্বর) শেষ হওয়ায় ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ছক অনুযায়ী ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এ দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এছাড়া উক্ত সার্কুলারে এই নির্দেশনা অবিলম্বে ব্যাংকগুলোকে কার্যকর করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button