প্রাইম ব্যাংক অ্যাসোসিয়েট অফিসার (SO-SEO) নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – প্রাইম ব্যাংক পিএলসি (Prime Bank PLC) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। ব্যাংকটির রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিভিশনে “অ্যাসোসিয়েট অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ অ্যাসোসিয়েট অফিসার
✓ ডিভিশন: রিসার্চ অ্যান্ড ইনোভেশন।
✓ জব গ্রেড: এসও – এসইও।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোনো দেশি বা বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্যাটিসটিক্স, ডেভেলপমেন্ট স্টাডিস, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি-তে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
✓ গবেষণা, বিশ্লেষণ বা উদ্ভাবনী ভূমিকায় কমপক্ষে ৫-৮ বছরের অভিজ্ঞতা এবং শক্তিশালী বিশ্লেষণাত্মক, সমস্যা সমাধান এবং গবেষণা পদ্ধতিগত দক্ষতা থাকতে হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- নির্ধারিত নয়।
✓ চমৎকার লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
স্বাধীনভাবে এবং সহযোগিতামূলকভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
সৃজনশীল চিন্তাভাবনা এবং শক্তিশালী উদ্ভাবনী মানসিকতা থাকতে হবে।
তথ্য বিশ্লেষণ, ডকুমেন্টেশন এবং উপস্থাপনা সরঞ্জামগুলোতে দক্ষতা থাকতে হবে।
গবেষণা বা উদ্ভাবনী প্রকল্পগুলোতে অভিজ্ঞতা, আইপি প্রক্রিয়া, পেটেন্ট গবেষণা, উদীয়মান প্রযুক্তি এবং উদ্ভাবনী কাঠামোর সাথে পরিচিতি থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- ব্যাংকের পলিসি অনুযায়ী।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রাইম ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ ডিসেম্বর, ২০২৫।
সোর্সঃ বিডি জবস
About Prime Bank PLC:
Prime Bank PLC (প্রাইম ব্যাংক পিএলসি) is a top-tier second generation public limited local commercial bank in Bangladesh. Headquartered in the heart of Dhaka’s bustling financial hub Motijheel, the Bank’s operational footprint is spread all over the country with 146 branches and 170 ATM locations. It was incorporated under the Companies Act of 1994. Prime Bank was created and commencement of business started on 17 April 1995. Islamic Banking operations of Prime Bank PLC started in 1995 through the opening of Islamic banking branch at Dilkusha, Dhaka. The operations of the Islamic banking are supervised by the Prime Bank Shari’ah Supervisory Committee. The founders of the bank include Azam J Chowdhury, chairman of East Coast Group.
Prime Bank PLC is best known for its expertise in Corporate and Institutional Banking and its innovative Digital Banking services. The bank has operations in corporate, consumer, MSME and sustainable banking. Global Finance, a North America based leading financial publication has recognized Prime Bank PLC as the Best Bank in Bangladesh in 2020. Prime Bank PLC has also been awarded as the Best Digital Bank in Bangladesh in 2020 by Asiamoney, another global financial publication. In 2014, Prime Bank PLC initiated a ‘Business Model Restructuring and Centralization’ project to bring more coherence in its banking practices while re-engineering its business processes to enhance resource efficiency.
| ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যে কোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
প্রাইম ব্যাংক পিএলসি (Prime Bank PLC) কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৯৫ সালের ১৭ এপ্রিল ব্যাংকটি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করে। ব্যাংকটি দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত। বর্তমানে ব্যাংকটির ১৪৬টি শাখা, ১৭টি এসএমই ব্রাঞ্চ ও ১৭০টি এটিএম বুথ রয়েছে। এর প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকায় অবস্থিত। প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, এসএমই/ কৃষি ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, এটিএম সেবা (কার্ড) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে থাকে।
আমানত গ্রহণ, ক্যাশ উত্তোলন, কর্পোরেট গ্রাহক সেবা, হোলসেল ও রিটেইল ব্যবসায় অর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদান, প্রকল্প অর্থায়ন, ইজারা ও হায়ার পারচেজ অর্থায়ন, রিটেইল ব্যাংকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু প্রভৃতি ব্যাংকিং ব্যবসায়ের সাথে প্রাইম ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট। ব্যাংকটি অনিবাসীদের বিদেশি মুদ্রায় সম্পদ ও দায় ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত ব্যাংকিং সেবা প্রদান করে। ইসলামি পদ্ধতিতে সুদমুক্ত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি দেশের গুরুত্বপূর্ণ স্থানে ৫টি ইসলামি শাখা খুলে সম্পূর্ণরূপে ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন পরিচালনা করে আসছে। এ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখাগুলো তার আমানতকারীদের অন্য ইসলামি ব্যাংকগুলোর তুলনায় বেশি মুনাফা প্রদান করছে। ২০০৮ সালের আগস্টে ব্যাংকের ইসলামি ব্যাংকিং সেবাগুলোকে ‘হাসানাহ’ (Hasanah) নামে ব্রান্ডিং করা হয়। এর অন্তর্ভুক্ত সেবাগুলো হলো হাসানাহ সিফা, হাসানাহ আসবাব, হাসানাহ বুরাক, হাসানাহ মনজিল, হাসানাহ মুসাফির ইত্যাদি।
ব্যাংকটি সঞ্চয় প্রকল্প সমুহের মধ্যে কিস্তিভিত্তিক সঞ্চয় প্রকল্প, মাসিক মুনাফাভিত্তিক আমানত স্কিম, বিশেষ আমানত স্কিম, শিক্ষা সঞ্চয় প্রকল্প, ৩০ দিন মেয়াদি আমানত প্রকল্প, প্রাইম ব্যাংক মানি স্কিম, প্রাইম ব্যাংক বীমাকৃত আমানত স্কিম এবং মাল্টি-কারেন্সি বৈদেশিক মুদ্রা হিসাব, প্রাইম মিলিয়নিয়ার স্কীম, ডাবল বেনিফিট স্কিম, লাখপতি স্কিম, হাউস বিল্ডিং ডিপোজিট স্কিম উল্লেখযোগ্য। প্রাইম ব্যাংক পিএলসি ১৯৯৯ সালে মাস্টার কার্ড ঋণ এবং ২০০০ সালে অন-লাইন ব্যাংকিং চালু করেছে। ব্যাংকটি মার্চেন্ট ও বিনিয়োগ ব্যাংক হিসেবেও কাজ করছে এবং এ জন্য প্রধান কার্যালয়ে একটি বিভাগ চালু করেছে। বৈদেশিক মুদ্রার ব্যবসায় ও লেনদেন দ্রুত নিষ্পত্তিসহ আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক-এর প্রধান কার্যালয়ে রয়টার মেশিন স্থাপন করেছে এবং স্যাটেলাইটভিত্তিক ইলেকট্রনিক যোগাযোগ সংস্থার সদস্যপদ গ্রহণ করে এর সাথে সংযুক্ত হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাংকটির ব্যবসায়িক ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যিক কেন্দ্রে মোট ২৫০টি ব্যাংকের সাথে এর করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক আছে।






