ইবিএল মিলিওনিয়ার ওমেন ডিপিএস

ইবিএল মিলিওনিয়ার ওমেন ডিপিএস মাসিক আমানতের মাধ্যমে ১০,০০,০০০ টাকার একটি হিসাব। মাসিক কিস্তি বা ১০ লক্ষ টাকা জমা দেওয়ার উপর নির্ভর করে আপনি প্রতি মাসে কতটা সঞ্চয় করতে ইচ্ছুক এবং এর উপর ভিত্তি করে আপনি কত বছর ধরে আমানত সংরক্ষণ করতে চান তার উপর নির্ভর করে। সরাসরি “শূন্য” প্রাথমিক আমানত জমা করে অথবা ডিপিএস খোলার পর পরবর্তী দুই মাস পর ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাইলে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা জমা দিয়ে শুরু করতে হবে। একটি নিরাপদ ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আপনার নিকটতম শাখার সাথে যোগাযোগ করুন।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
• নূন্যতম বয়স: ১৮ বছর।
• বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
• আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
• জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয়পত্রের অনুলিপি।
• নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
• ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
• টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ info@ebl.com.bd
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |


