ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪১ অর্থনীতি

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Economics বা অর্থনীতি সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪১তম পর্বে।
ভাইভা বোর্ডঃ মিঃ আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন?
উত্তর: স্যার, আমি অর্থনীতি বিষয়ে লেখাপড়া করেছি।
প্রশ্ন: তাহলে, অর্থনীতি বলতে আপনি কি বোঝেন?
উত্তর: স্যার, অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের আয় ব্যয় কর্মসংস্থান কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অসীম অভাব ও বিকল্প ব্যভার উপযোগী সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে।
প্রশ্ন: আপনি কি অর্থনীতির পরিধি সম্পর্কে কিছু জানেন?
উত্তর: জি স্যার, অর্থনীতির পরিধিসমূহ বিভিন্ন ভাগে বা শ্রেণীতে ভাগ করা যায়, যেমনঃ
১. ব্যাস্টিক অর্থনীতি ও সামস্টিক অর্থনীতি এবং
২. ইতিবাচক অর্থনীতি ও নীতিবাচক অর্থনীতি।
প্রশ্ন: আপনি কি বলতে পারবেন মানুষের অভাব কি?
উত্তর: জি স্যার, অসীম।
প্রশ্ন: অর্থনীতিতে দুটি মূল ধারণা রয়েছে, আপনি কি সে দুটি বলতে পারবেন?
উত্তর: জি স্যার পারবো, তা হলো-১. স্বল্পতা ও ২. দক্ষতা।
প্রশ্ন: আপনি কি বলতে পারবেন Economics শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?
উত্তর: গ্রিক শব্দ Oikonomia থেকে।
প্রশ্ন: ইসলামী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি?
উত্তর: ৯টি।
প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা কার ওপর বজায় থাকে?
উত্তর: রাষ্ট্রীয় মালিকানার।
প্রশ্ন: আচ্ছা বলুন তো, ইসলামী অর্থনীতির মূল কথা কি?
উত্তর: স্যার, আল্লাহ তাআলার নির্দেশিত পথে উৎপাদন, রুজি সংগ্রহ ও সম্পদ বণ্টন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রশ্ন: উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে পৃথিবীর সব দেশকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি?
উত্তর: অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত।
প্রশ্ন: যেসব দেশে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং জীবনযাত্রার মান ক্রমশ বাড়ছে সেগুলোকে কি বলে?
উত্তর: উন্নয়নশীল দেশ।
প্রশ্ন: আচ্ছা বলুন তো, অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কি?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র।
প্রশ্ন: উন্নয়নশীল দেশে সাধারণত কিছু প্রধান অর্থনৈতিক সমস্যা থাকে, এ সমস্যাগুলোকে কি বলে?
উত্তর: মৌলিক অর্থনৈতিক সমস্যা।
প্রশ্ন: আচ্ছা বলুন তো, উন্নয়নের পূর্বশর্ত কি?
উত্তর: স্যার, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলার উন্নতি।
প্রশ্ন: আচ্ছা আপনি জানেন কি বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে কত লোক?
উত্তর: জি স্যার জানি, ২৭% লোক।
প্রশ্ন: বলেন তো, অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোথায়?
উত্তর: প্রাচীন গ্রিস দেশে।
প্রশ্ন: অর্থনীতিকে সর্বপ্রথম একটি স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।
প্রশ্ন: মানুষের অর্থনৈতিক কার্যকলাপের প্রাথমিক উদ্দেশ্য কি?
উত্তর: সম্পদ সৃষ্টি করা।
প্রশ্ন: ‘অর্থনীতি বিষয়ে সামান্যতম জ্ঞান ছাড়া কোনো ব্যক্তিই সত্যিকার অর্থে সুনাগরিক হতে পারে না’— কে বলেছেন?
উত্তর: বারবার উটন।
প্রশ্ন: অর্থনীতির জ্ঞান থেকে কি শেখা যায়?
উত্তর: সম্পদের সুষ্ঠু ব্যবহার।
প্রশ্ন: অর্থনীতিকে ‘গৃহ পরিচালনার বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন কে?
উত্তর: অ্যারিস্টটল।
প্রশ্ন: ‘মানুষের কার্যাবলির যে অংশ অর্থের সঙ্গে জড়িত, অর্থনীতি তা-ই আলোচনা করে’— এ উক্তিটি কার?
উত্তর: কেয়ার্নক্রস।
প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময় ও ভোগসহ সম্পদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় কীভাবে?
উত্তর: ব্যক্তিগত উদ্যোগে।
প্রশ্ন: ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে’— এটি কে বলেছেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
প্রশ্ন: সম্পদের বৈশিষ্ট্য কি?
উত্তর: উপযোগ, হস্তান্তরযোগ্যতা, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা।
প্রশ্ন: আচ্ছা বলুন তো, উপযোগ কাকে বলে?
উত্তর: স্যার, অভাব মোচনের ক্ষমতাকে।
প্রশ্ন: অর্থনীতিতে হস্তান্তরযোগ্যতার অর্থ কি?
উত্তর: মালিকানা পরিবর্তন।
প্রশ্ন: আপনি জানেন কি, অর্থনীতি তে উৎপাদন বলতে কি বোঝায়?
উত্তর: জি স্যার, নতুন উপযোগ সৃষ্টি।
প্রশ্ন: ব্যষ্টিক শব্দটির ইংরেজি Micro শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তর: Mikros শব্দ থেকে।
প্রশ্ন: অথনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারন কোনটি?
উত্তর: সম্পদের সীমাবদ্ধতা।
ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)