ব্যাংক জব সার্কুলার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অফিসার-ক্যাশ নিয়োগ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অফিসার-ক্যাশ নিয়োগ বিজ্ঞপ্তি – আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al-Arafah Islami Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। ব্যাংকটির ক্যাশ ডিভিশনে ‘অফিসার-ক্যাশ (প্রবেশন)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ অফিসার-ক্যাশ (প্রবেশন)
✓ ডিভিশন: ক্যাশ।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ UGC অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
✓ যেকোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য নয়।
✓ এসএসসি এবং এইচএসসি: জিপিএ ৫ স্কেলে জিপিএ ৩.০০ থাকতে হবে।
✓ স্নাতক (অনার্স): জিপিএ ৪ স্কেলে সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- সর্বোচ্চ ৩২ বছর।
✓ চমৎকার যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
✓ ইংরেজী এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে (মৌখিক এবং লিখিত)।
✓ কম্পিউটারের বেসিক অপারেশনাল জ্ঞান থাকতে হবে (বিশেষত এমএস অফিস, ই-মেইল ইত্যাদি)।
✓ বুদ্ধিমান, টিম প্লেয়ার, চটপটে মানসিকতা এবং করতে পারার মনোভাব থাকতে হবে।
✓ কঠোর পরিশ্রমী এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও ভাতা প্যাকেজ সহ ০১ (এক) বছরের জন্য প্রবেশন সময়সীমা অতিক্রম করবেন।
✓ প্রবেশন সময়সীমা শেষ হওয়ার পরে তিনি “অফিসার (ক্যাশ)” হিসাবে গণ্য হবেন।
✓ ব্যাংকের নিয়ম অনুসারে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যেকোনো ধরনের প্ররোচনা স্বয়ংক্রিয়ভাবে প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ জানুয়ারি, ২০২৬।

সোর্সঃ বিডি জবস

About Al-Arafah Islami Bank PLC:

With the objective of achieving success in both this life and the hereafter by following the guidance of Allah and the path shown by His Rasul (SM), Al Arafah Islami Bank PLC (আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি) was established as a private limited company on June 18, 1995. The bank’s inaugural ceremony took place on September 27, 1995.

As of December 31, 2021, the bank’s authorized capital stands at Tk. 15,000.00 million, while the paid-up capital is Tk. 10,649.02 million. The bank is sponsored by renowned Islamic scholars and pious businessmen, with 100% of the paid-up capital owned by indigenous shareholders. As of December 31, 2018, the bank’s equity was Tk. 2,348.32 crore. By December 31, 2021, the bank had a manpower of 4,247 employees and 19,146 shareholders. Over the years, it has maintained continuous profitability and consistently declared good dividends.

Al-Arafah Islami Bank PLC ensures high-quality customer service by integrating modern technology and introducing innovative products tailored to customer needs. The bank is committed to making a significant contribution to the national economy and socio-economic development. With a network of 226 branches, including 25 Authorized Dealer (AD) branches, and 76 sub branches the bank continues to expand its reach across the country.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

বাংলাদেশের ইসলামী ব্যাংক সমূহের অন্যতম একটি ব্যাংক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (Al Arafah Islami Bank PLC)। এটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক এবং ইসলামী নীতি ও বিধি-বিধান অনুসরণ করে। ব্যাংকটি ১৮ জুন, ১৯৯৫ সালে বেসরকারী ও কমার্শিয়াল ব্যাংক হিসেবে নিবন্ধিত হয় এবং ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে তার প্রথম শাখা উদ্বোধন করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যাংকিং ব্যবসা ইসলামী আইন ও নীতি অনুযায়ী সুদমুক্ত পদ্ধতিতে সম্পাদিত হয় এবং এই উদ্দেশ্যে এর একটি ‘শরীয়াহ কাউন্সিল’ রয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালাল দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে লাভ-ক্ষতির ভিত্তিতে তহবিল বিনিয়োগ করে। ব্যাংক মুদারাবা আমানত তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ের একটি নির্ধারিত অংশ আমানতকারীদের মধ্যে বণ্টন করে। ব্যাংকের বিনিয়োগসমূহ নিয়মিত ও নিবিড়ভাবে তদারকি করা হয় যাতে কোনো বিনিয়োগ বা এর অংশবিশেষ মেয়াদোত্তীর্ণ ও লোকসানি ঋণে পর্যবসিত না হয়।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৫,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন হলো ১০,৬৪৯.০২ মিলিয়ন টাকা (২০২১)। দেশের বিখ্যাত ইসলামিক পণ্ডিত ও ধার্মিক ব্যবসায়ীগন এই ব্যাংকের পৃষ্ঠপোষক। বর্তমানে ব্যাংকটির ইকুইটি ২,৩৪৮.৩২ কোটি টাকা (২০১৮), ৪,২৪৭ জন কর্মী ও ১৯,১৪৬ জন শেয়ার হোল্ডার রয়েছে (২০২১)। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী ইসলামী শরিয়াহ ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা যেমন- জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ফরেন রেমিট্যান্স, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম সেবা, এজেন্ট ব্যাংকিং সেবা, এটিএম/ সিআরএম সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button