ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)

ডিআইবি সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে

ডিআইবি সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে – ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) হল একটি বিশেষ যোগ্যতা যা ইসলামিক ব্যাংকিং নীতি ও পদ্ধতি, শরীআহ-সম্মত আর্থিক অনুশীলন এবং ইসলামিক ফিন্যান্স সম্পর্কে গভীর জ্ঞান এবং দক্ষতা প্রমানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত ব্যাংকিং এবং ফিন্যান্স সেক্টরের প্রফেশনালদের জন্য বিশেষ করে যারা ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে তাদের কর্মজীবনকে এগিয়ে নিতে বা শরিয়াহ-সম্মত ব্যাংকিং পেশায় ভূমিকা রাখতে চায়।

ডিআইবি সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBPLC)-এর ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী (IBTRA) পরিচালনা করে থাকে। যারা ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) এর Banking Diploma পরীক্ষা দিয়েছেন এবং কৃতকার্য হয়েছেন তারা ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) এর Banking Diploma সার্টিফিকেট কিভাবে উত্তোলন করবেন আজকের লেখাটি সেই বিষয়ে? (পার্ট -১ ও পার্ট -২ উভয়ের জন্য প্রযোজ্য)৷ ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট পেতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুন-

  • ব্যাংকিং ডিপ্লোমা সার্টিফিকেট এর জন্য DIB কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী (আইবিটিআরএ) বরাবর আবেদন করতে হবে।
  • আপনার মার্কসিটের একটি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন।
  • ভবিষ্যতে প্রমাণ হিসেবে রাখার জন্য IBTRA এর অফিসে পাঠানো আবেদন কপির একটি অনুলিপি সংরক্ষন করুন।

আপনাদের সুবিধার জন্য একটি নমুনা অ্যাপ্লিকেশন দেয়া হলো
❏ নমুনা অ্যাপ্লিকেশন পেতে ক্লিক করুন- এখানে
❏ নিয়ম অনুযায়ী সাময়িক সনদপত্র উত্তোলন না করে মূল সনদপত্র উত্তোলন করা যাবে না। সুতরাং সাময়িক সনদপত্র আগে আপনাকে উত্তোলন করতে হবে।
❏ আবেদন করার কিছুদিন পর (সাধারণত ৭ দিনের মধ্যে) IBTRA সার্টিফিকেট দিয়ে থাকে।

আবেদন পাঠানোর ঠিকানা

দি ডিরেক্টর জেনারেল
ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী (আইবিটিআরএ)
১৩এ/২এ, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭
ফোন: (৮৮ ০২) ৯১৩৯২৯৯ এক্সটেনশন ২০৬, (৮৮ ০২) ৯১৩৯২৯৪ এক্সটেনশন ২০৬
ফ্যাক্স: (৮৮ ০২) ৯১৩৯৯৫২
ই-মেইল: dib.ibtra@islamibankbd.com
ওয়েব সাইট: www.ibtra.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB)

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBPLC)-এর ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী (IBTRA) পরিচালনা করে থাকে। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পরীক্ষা সাধারণত বছরে দুইবার আইবিটিআরএ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত হয়। ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-১ পরীক্ষার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন, ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ডিজাইন করা হয়েছে। অপরদিকে ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-২ পরীক্ষার মাধ্যমে ব্যাংকারদের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন, ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ডিজাইন করা হয়েছে।

আরও দেখুন:
ডিআইবি ফলাফল রিভিউ করার নিয়ম
ডিআইবি সার্টিফিকেট উত্তোলন করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button