ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক সার্কুলার স্পষ্টীকরণ প্রসংগে

মনোয়ার হোসেনঃ ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক সার্কুলার স্পষ্টীকরণ প্রসংগে – বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালায় নতুন শর্ত কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি দিতে হলে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নীতিমালা জারীর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা ধরণের আলোচনা সমালোচনা।
ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে গত ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে জারিকৃত বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৩ এর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত সার্কুলারের নিম্নোক্ত বিষয়ে স্পষ্টীকরণ একান্ত প্রয়োজনঃ
আরও দেখুন:
◾ ব্যাংকারদের ডিপ্লোমা এ মুহূর্তে কতটা জরুরি?
০১) উক্ত সার্কুলার এর ০৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে- “এক্ষণে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সকল পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাশ বাধ্যতামূলক করা হলো।” নির্দেশনাটি জানুয়ারি ০১, ২০২৪ হতে কার্যকর হবে উল্লেখ করা হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
৩১.১২.২০২৩ তারিখ অবধি বা তার আগের যেকোনো সময়ের পারফরম্যান্স বিবেচনায় যদি ২০২৪ সালের জানুয়ারি ০১ তারিখ হতে কাউকে পদন্নোতি দেয়া হয় তাহলে কি JAIBB এবং DAIBB পাশ করার শর্তটি এখানে প্রযোজ্য হবে? বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের আলোচনায় বিভিন্ন মত পাওয়া যাচ্ছে।
কেউ বলছেন- ৩১.১২.২০২৩ তারিখ অবধি পারফরম্যান্স এর উপর ভিত্তি করে পদোন্নতি যদি ৩১.১২.২০২৩ তারিখেই দেয়া যায়, তাহলে এ সার্কুলারের নির্দেশনা বলবৎ হবে না। কেউ কেউ বলছেন- ৩১.১২.২০২৩ তারিখ অবধি পারফরম্যান্স এর উপর ভিত্তি করে পদোন্নতি ২০২৪-এর যে তারিখেই দেয়া হোক না কেনো যেহেতু পদোন্নতি দেয়া হচ্ছে ৩১.১২.২০২৩-এর যোগ্যতার তালিকার উপর ভিত্তি করে সেহেতু এ সার্কুলারের নির্দেশনা বলবৎ হবে না৷
আবার কেউ কেউ বলছেন- ৩১.১২.২০২৩ তারিখ অবধি পারফরম্যান্স এর উপর ভিত্তি করে পদোন্নতি ২০২৪-এর যে তারিখেই দেয়া হোক না কেনো যেহেতু পদোন্নতি দেয়া হচ্ছে ২০২৪ সালে সেহেতু পদোন্নতির জন্য এ সার্কুলারের নির্দেশনা বলবৎ হবে।
০২) উক্ত সার্কুলারের ০৪ নং অনুচ্ছেদে আরও বলা হয়েছে- “ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন: ডাক্তার, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশন এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।”
ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় মর্মে নির্দিষ্ট কতিপয় খাতের কথা সার্কুলারে বলা আছে, এখানে খাতগুলো বলার পর “ইত্যাদি” উল্লেখ নেই, মানে যা দেয়া আছে শুধু সেগুলোই ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়। এক্ষেত্রে সার্কুলার মতে, ওভারসীজে অর্থাৎ রেমিট্যান্স আহরনে দেশের বাহিরে যে সকল ব্যাংক কর্মকর্তা কর্মরত আছেন তারা ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট।
এক্ষেত্রে নিচের বিষয়গুলোর স্পষ্টীকরণ জরুরি-
ক) JAIBB এবং DAIBB পরীক্ষার সময় তাদের কি পন্থায় পরীক্ষা নেয়া হবে?
খ) দেশে এসে পরীক্ষা দিতে হলে ছুটির ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনাও থাকা উচিত। যেহেতু বিদেশ হতে দেশে আসতে হবে সেহেতু যাতায়াতের খরচ (বিমান ভাড়া) কে বহন করবে?
গ) প্রতিবার পরীক্ষা দেবার সুযোগ পাওয়া মৌলিক অধিকার। সেক্ষেত্রে পরীক্ষার অংশগ্রহণের নিমিত্তে প্রতি পরীক্ষার সময়ে অর্থাৎ জুন এবং ডিসেম্বরে ব্যাংক কি ছুটি দিতে বাধ্য থাকবে? প্রতিবারই কি ব্যাংক যোগাযোগ খরচ বহন করবে? ইত্যাদি।
যদি ওভারসীজে অর্থাৎ রেমিট্যান্স আহরনে দেশের বাহিরে যে সকল ব্যাংক কর্মকর্তা আছেন তারা ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় মর্মে সিদ্ধান্ত নেয়া হয়, তবে সেক্ষেত্রে নিচের বিষয়গুলো স্পষ্টীকরণ জরুরি-
ক. যখন এ সকল কর্মকর্তা দেশে এসে সরাসরি ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হবেন তখন তাদের জন্য এ সার্কুলারের নির্দেশনা কখন থেকে, কোন পন্থায় বলবৎ হবে?
খ. কোন কর্মকর্তা হয়তো কোনো বছরের আগষ্টে বিদেশের এক্সচেঞ্জ হাউজ হতে দেশে এসে সরাসরি ব্যাংকিংয়ের সাথে যুক্ত হলেন এবং সে বছরই বা পরবর্তী বছরেই প্রমোশন এর জন্য বিবেচিত হবার কথা, কিন্তু যেহেতু তিনি বর্তমানে সরাসরি ব্যাংকিং কার্যক্রমে সাথে যুক্ত, সেহেতু JAIBB এবং DAIBB পাশ করা সংক্রান্ত শর্তের কারনে প্রমোশনের জন্য বিবেচিত হবেন না৷ যিনি দেশে ছিলেন না, তিনি হটাৎ করে দেশে এসে কিভাবে এই যোগ্যতা পুরন করবেন? তার জন্য কতদিন সময় দেয়া হবে?
লেখকঃ মোঃ মনোয়ার হোসেন, ব্যাংকার।

