জেএআইবিবি এবং এআইবিবি-এর বই প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

জেএআইবিবি এবং এআইবিবি-এর বই প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি – সাম্প্রতিক সময়ে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) তাদের প্রকাশিত বই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
উক্ত বিজ্ঞপ্তিতে আইবিবি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছে যে, দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক বর্তমান সিলেবাসভুক্ত বিষয়ের (জেএআইবিবি ও এআইবিবি) কোন বই মুদ্রণ করা হয়নি এবং আইবিবি’র E-Learning Portal এ আপলোডকৃত বইগুলোর কোন লেখক কর্তৃক বাংলা বই লেখা হয়নি।
আইবিবি কর্তৃক প্রকাশিত বইসমূহ আইবিবি’র E-Learning Portal (http://www.learningportal.ibb.org.bd) এ বিনামূল্যে পাঠ বা ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
সাম্প্রতিক সময়ে বাজারে অসংখ্য প্রকাশনী কর্তৃক ভুলে ভরা বাংলা মাধ্যমে বই প্রকাশিত হওয়ায় দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী

