পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে ওয়ালেটমিক্স লাইসেন্স পেল
দেশের অভ্যন্তরে মার্চেন্ট এগ্রিগেটর সেবা প্রদানের জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে ওয়ালেটমিক্স লিমিটেড (Walletmix Limited)- কে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (০২ ফেব্রুয়ারি, ২০২২) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (পিএসডি সার্কুলার নং-০৩) জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডর সমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকের এন্ট্রি লেভেলে বেতন-ভাতা সংক্রান্ত নতুন সার্কুলার জারি
উক্ত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার আওতায় জারিকৃত “Bangladesh Payment and Settlement Systems Regulations-2014” অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ওয়ালেটমিক্স লিমিটেড’- কে, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-এর পিএসডি/এডিসিএন্ড এল (ওয়ালেটমিক্স)/৩০/২০২২-৩০৮ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে মার্চেন্ট এগ্রিগেটর সেবা প্রদানের জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |


