লেনদেন করি ইসলামী ব্যাংক বাংলা কিউআরে

শামসুদ্দীন আকন্দঃ লেনদেন করি ইসলামী ব্যাংক বাংলা কিউআরে – কিউআর (QR) কোড ভিত্তিক লেনদেন এখন আর কোন গল্প বা কাহিনী নয়, এখন এটি ভবিষ্যৎ লেনদেনের বিকল্প মাধ্যম হতে যাচ্ছে। আমরা এখন স্বপ্ন দেখছি একটি সমৃদ্ধ ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার জন্য। গ্রাহকরা নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে যেকোনো সেবা বা পণ্যের মূল্য পরিশোধ করার জন্য তাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট বা প্রিপেইড কার্ড ও সকল এমএফএস হিসাব থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে পারবে। সমৃদ্ধ ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) চালু করেছে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট সার্ভিস।
ইসলামী ব্যাংক কিউআরে পেমেন্ট পদ্ধতি
✓ আপনার মোবাইলে সেলফিন (CellFin)/ মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করুন।
✓ বাংলা কিউআর লোগো সম্বলিত অপশনটি ট্যাপ করুন।
✓ দোকান বা মার্চেন্ট আউটলেটে প্রদর্শিত কিউআর কোডটি স্ক্যান করুন।
✓ টাকার পরিমাণ ও গোপন পিন দিয়ে লেনদেন সম্পন্ন করুন।
আরও দেখুন:
◾ ইসলামী ব্যাংকের সেলফিন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
ইসলামী ব্যাংক কিউআর পেমেন্টের সুবিধা
✓ পেমেন্ট করতে নগদ অর্থের প্রয়োজন নেই।
✓ মোবাইল অ্যাপ-ই লেনদেন সম্পন্ন করার জন্য যথেষ্ট।
✓ বাংলা কিউআর-এর আওতাধীন যেকোনো ব্যাংক ওয়ালেট বা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করা যায়।
✓ ঝামেলাবিহীন ও নিরাপদে কেনাকাটা করা যায়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC), হেড অফিস: ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ উপ-শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ যোগাযোগ করুন
জিপিও বক্স নম্বর: ২৩৩
✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
টেলিফোন: (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৪৫৩২, ৮৮০-২-৯৫৬৮৬৩৪
সুইফট: IBBLBDDH
কেবল: ISLAMIBANK
ইমেইল: info@islamibankbd.com
ওয়েবসাইট: www.islamibankbd.com