ইবিএল ভিসা কর্পোরেট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড

কর্পোরেট ক্লায়েন্টদের সেবা প্রদান করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক ইবিএল ভিসা কর্পোরেট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সরবরাহ করে থাকে। কর্পোরেট কোম্পানিগুলো ইবিএল ভিসা কর্পোরেট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের মাধ্যমে কোম্পানির অনুমোদিত সীমা ভাগ করে তাদের নির্বাচিত কর্মীদের মাধ্যমে তার দৈনন্দিন ব্যবসায়ের খরচ পূরণ করার সুযোগ পেয়ে থাকে।
তথ্য এবং প্রয়োজনীয়তা
• সহজ রিভলভিং ঋণ সুবিধা;
• ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা;
• দেশে এবং বিদেশে ভিসা মার্চেন্ট আউটলেটে পিওএস লেনদেনে ফ্রি অ্যাক্সেস;
• কোম্পানীর ব্যয় কার্যকরভাবে পরিচালনা করার সুবিধা;
• ব্যক্তিগত কর্মচারী ব্যয় নিয়ন্ত্রণ;
• ডেডিকেটেড সাপোর্ট সার্ভিস;
• বিস্তারিত রিপোর্টিং;
• নমনীয় বিলিং-
– কেন্দ্রীয়ভাবে পৃথক বিলিং;
– কেন্দ্রীয় বিলিং এবং নিষ্পত্তি
– সরাসরি খরচ।
কারেন্সি
• বিডিটি ও ইউএসডি।
নির্বাচিত হইবার যোগ্যতা
• কর্পোরেট হাউস;
• ব্যবসায় ৫ বছরের অভিজ্ঞতা।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ইবিএল ভিসা কর্পোরেট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এর সুবিধা
• ব্যক্তিগতকৃত গ্রাহক সেবা;
• ইবিএল স্কাই লাউঞ্চ সুবিধা;
• কার্ড চেক বই;
• কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ড ইস্যু;
• ২৪X৭ কন্ট্যাক্ট সেন্টার;
• টার্মস এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে;
ইবিএল ভিসা কর্পোরেট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে।
এছাড়া আরো যে সকল সুবিধা পাওয়া যায়-
১. ফ্রী SMS এলার্ট।
২. Priority Pass সুবিধা।
৩. সারা দেশে ৩০০০+ Discount পার্টনার এবং ইএমআই সুবিধা।
৪. ফ্রী ইন্টারনেট ব্যাংকিং এবং E-Statement সুবিধা।
৫. হযরত শাহ্জালাল এবং শাহ্-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী স্কাই লাউঞ্চ সুবিধা।
প্রয়োজনীয় কাগজপত্র
ক) কোম্পানির জন্য আবেদন
• পূরণকৃত আবেদন ফরম;
• কোম্পানির অডিটকৃত আর্থিক বিবৃতি- সর্বশেষ আর্থিক বছরের (২ বছর);
• ই-টিআইএন এর অনুলিপি (২ বছরের বেশি পুরনো নয়);
• ট্রেড লাইসেন্স এর অনুলিপি (২ বছরের বেশি পুরনো নয়);
• কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশন (২ বছরের বেশি নয়);
• বোর্ড রেজুলেশন- বাংলাদেশী কোম্পানির জন্য;
• এমএনসি অনুমোদিত স্বাক্ষরকারীর কাছ থেকে স্বাক্ষরিত ঘোষণা/ আন্তর্জাতিক সংস্থার শাখা (আবেদনপত্রের মাধ্যমে)- (যদি স্বাক্ষরকারী ম্যানেজিং ডিরেক্টর/কান্ট্রি হেড ছাড়া অন্য কেউ হয় তবে স্বাক্ষরকারী কর্তৃপক্ষকে অনুমোদনকারী ব্যবস্থাপনা পরিচালক/কান্ট্রি হেড এর কাছ থেকে একটি চিঠি জমা দিতে হবে);
• বিজনেস কার্ড বা অনুমোদিত স্বাক্ষরকারী;
• এছাড়া ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় অন্য যে কোন কাগজপত্র।
খ) কোম্পানির সদস্য কর্মচারীদের জন্য
• পূরণকৃত আবেদন ফরম;
• ই-টিআইএন এর অনুলিপি (২ বছরের বেশি পুরনো নয়);
• ডুয়াল মুদ্রা কার্ড এর জন্য পাসপোর্ট এর কপি;
• এনআইডি বা ছবিযুক্ত আইডি;
• বিজনেস কার্ড;
• বেতন বিবরণীর সাথে বেতন স্লিপ;
• এছাড়া ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় অন্য যে কোন কাগজপত্র।
গ) ERQ কার্ডের জন্য
• পূরণকৃত আবেদন ফরম;
• বিজনেস কার্ড;
• ই-টিআইএন এর অনুলিপি (২ বছরের বেশি পুরনো নয়);
• ERQ কার্ড প্রদানের জন্য বোর্ড রেজুলেশন (শীর্ষ ৩জন নির্বাহীর নাম উল্লেখ করে যার জন্য কার্ড জারি করা হবে);
• ERQ এফসি এ/সি লিয়েন নিশ্চিতকরণ (অন্যান্য ব্যাংক এর ERQ এর জন্য);
এছাড়া খ) তে উল্লেখিত কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড প্রয়োজনীয় কাগজপত্র।
ঘ) প্রবাসীদের জন্য
• বৈধ ওয়ার্ক পারমিট।
বিস্তারিত জানতে
• ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
• অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৩০ এ কল করুন।
• অথবা ইমেইল করুনঃ cardsteam@ebl.com.bd।







