সুদ ও মুনাফা

সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য

শফিক হায়দারঃ সুদ একটি মারাত্নক ক্ষতিকর বিষয়। যা ইতিপুর্বে আলোকপাত করা হয়েছে। অপরদিকে মুনাফা সুদের বিপরীত বিষয়। নিম্নে সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য সমূহ তুলে ধরা হলো-

সুদমুনাফা
) সুদ হারাম) মুনাফা হালাল
) ঋণের বিপরীতে সময়ের সাথে যে কোন বৃদ্ধি সুদ) ব্যবসা থেকে মুনাফা অর্জিত হয়
) সুদ নিশ্চিত ও নির্ধারিত) মুনাফা অনিশ্চিত ও অনির্ধারিত
) সুদ ব্যবসার ঝুঁকি বহন করে না) মুনাফা অর্জনে ঝুঁকি গ্রহন করতে হয়
) সময় ও ঋণের সাথে সম্পর্কিত) ক্রয় ও বিক্রয় এর সাথে সম্পর্কিত
) সুদ বার বার ধার্য করা হয়) মুনাফা একবারই ধার্য হয়
) উৎপাদনশীলতা কমে) উৎপাদনশীলতা বাড়ে
) দ্রব্যমূল্য বৃদ্ধি পায়) দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না
) মুদ্রাস্ফীতি বাড়ে) মুদ্রাস্ফীতি কমে
১০) সুদ বেকারত্ব সৃষ্টি করে১০) মুনাফা কর্মসংস্থান সৃষ্টি করে।

বর্তমানে কেউ কেউ সুদকে মুনাফা বলে চালিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য হলো- সুদের অর্থ যেমন অতিরিক্ত, বেশি, বৃদ্ধি তেমনি ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফাও তো অতিরিক্ত, বেশি বা বৃদ্ধি। কাজেই সুদ ও মুনাফা একই জিনিস। অথচ আল্লাহ তায়ালা সূরা বাকারা২৭৫ নং আয়াতে বলেনٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَٰنُ مِنَ ٱلْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ ۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ ۚ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَٰلِدُونَ

অর্থঃ যারা সুদ খায় তাদের অবস্থা হয় সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছেতাদের এই অবস্থায় উপনিত হওয়ার কারণ হচ্ছে এই যে, তারা বলেঃ ব্যবসাতো সুদেরই মতোঅথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারামকাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসীহত পৌছে যায় এবং ভবিষ্যতে সুদ খোরী থেকে সে বিরত হয় সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছেআর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে, সে জাহান্নামের অধিবাসী

লেখকঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ (শফিক হায়দার), ব্যাংকার

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button