ট্রাস্ট ব্যাংক পিএলসি

ট্রাস্ট ব্যাংক পিএলসি (Trust Bank PLC) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। এটি বাংলাদেশ আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট (AWT) তথা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৯ সালের মে মাসে নিবন্ধিত এবং একই বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হয়। একই বছর ২৯ নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন এর অনুমোদিত মূলধন ছিল ১০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ২০০ মিলিয়ন টাকা। ব্যাংকটির প্রধান কার্যালয় স্বাধীনতা টাওয়ার, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশে অবস্থিত।

২০০৬ সাল থেকে ট্রাস্ট ব্যাংক অন-লাইন ব্যাংকিং সেবা চালু করে। এটি কার্ড সেবা (ক্রেডিট ও ডেবিট) ও ফোন ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ব্যাংকটি ২০০৮ সালে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম এবং ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এ ব্যাংকের উপার্জিত সকল মুনাফা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট-এর কল্যাণমুখী কার্যক্রমে বিনিয়োজিত হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর নিজস্ব কর্মসূচি রয়েছে। এ ব্যাংক সেনা, নৌ ও বিমান বাহিনীর সাধারণ সদস্যদের কল্যাণে ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে থাকে। ব্যাংকটি বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য সম্পাদনে ২১টি বিদেশি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক স্থাপন করেছে।

Back to top button